ভারতীয় রেলের গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতি | বাংলা মাধ্যমে | চতুর্থ পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

হ্যালো রিডারস! সকলে ভালো আছেন নিশ্চই। আমরা ১৫-২০ টি করে ভারতীয় রেলের গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতি র জন্য MCQ প্রশ্ন ও উত্তর প্রকাশ করে করে চলেছি। আজ শুধুমাত্র গ্রুপ ডি এর জন্য কিছু প্রশ্ন ও উত্তর প্রকাশ করলাম। সকলে ফর্ম ফিলাপ শুরু করেদিয়েছেন এতদিনে। সাথে সাথে একটু মনোযোগ সহকারে প্রস্তুতি নিতে থাকুন। পরীক্ষা সম্ভবত এপ্রিল-মে মাসের দিকে হতে পারে, তাই হাতে মাত্র আর ২ মাস রয়েছে। চলুন দেখে নেওয়া যাক চতুর্থ পর্ব-

বিঃ দ্রঃ- আপনাদের সুবিধার্থে স্টুডেন্টস কেয়ারের পক্ষ থেকে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য অনলাইন মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে। আপনারা আমাদের সাইট থেকে অনলাইনে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করেনিতে পারবেন।

এর আগে আমরা গ্রুপ ডি/গ্রুপ সি এর জন্য কয়েকটি ধারাবাহিক পোস্ট করেছিলাম। সেগুলি পড়ার জন্য এখানে ক্লিক করুন

১. পরিকল্পনার অর্থসংস্থানে টাকার যোগান বাড়াবে কী কারণে?

Join us on Telegram

অ) কর রাজস্ব বাড়লে

আ) রিজার্ভ ব্যঙ্ক থেকে ঋণের যোগান বাড়লে

ই) বাণিজ্যিক ব্যঙ্ক থেকে প্রাপ্ত ঋণ বাড়লে

ঈ) জনসাধারণের কাছ থেকে প্রাপ্ত ঋণ বাড়লে

২. অপ্টিক্যাল ফাইবারের কার্যনীতি কী?

অ) প্রতিসরণ

আ) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

ই) বিক্ষেপ

ঈ) প্রতিফলন

৩. সুচ: সুতো :: পেন : ?

অ) কালি

আ) কাগজ

ই) কাঠ

ঈ) ঢাকনা

আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখান থেকে।

৪. A ও B একত্রে একটি কাজ ৬ দিনে শেষ করে, A একা ওই কাজটি ১০ দিনে শেষ করে, তাহলে B একা ওই কাজটি কত দিনে শেষ করে?

অ) ১০ দিনে

আ) ১২ দিনে

ই) ১৫ দিনে

ঈ) ১৮ দিনে

৫. ৫, ৮, ১৫ এর চতুর্থ সমানুপাতি বের কর

অ) ২৪

আ) ২৫

ই) ২৬

ঈ) ২৭

৬. হ্যাভারশিয়ান তন্ত্র যার অংশবিশেষ-

অ) বুক

আ) অস্থি

ই) হূদপিন্ড

ঈ) মস্তিষ্ক

৭. ভারতের কোন্‌ রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে?

অ) অন্ধ্রপ্রদেশ

আ) বিহার

ই) মধ্যপ্রদেশ

ঈ) উত্তরপ্রদেশ

৮. শব্দ কোন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারেনা?

অ) জল

আ) শূন্য

ই) স্টিল

ঈ) কঠিন

সকল সরকারি চাকরীর পরীক্ষা প্রস্তুতির জন্য এখানে ক্লিক করুন

৯. একটি বৃক্ষের বয়স নির্ধারণ করা যাত কিসের মাধ্যমে?

অ) ওজোনের দ্বারা

আ) উচ্চতার দ্বারা

ই) অবস্থিত বর্ষবলয়ের দ্বারা

ঈ) অনুপ্রবিষ্ট মূলের গভীরতার দ্বারা

১০. দাবা খেলার উৎপত্তি কোথায় হয়েছিল?

অ) ভারতে

আ) চীনে

ই) আরবে

ঈ) ইউরোপে

১১.কোন্‌ ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়?

অ) ভিটামিন A

আ) ভিটামিন B

ই) ভিটামিন C

ঈ) ভিটামিন D

১২. ১৯২৩ খ্রিস্টাব্দে ;দীপালি সংঘ’ প্রতিষ্ঠা করেন-

অ) অনিল রায়

আ) লীলা রায়

ই) উজ্জ্বল মজুমদার

ঈ) দীপালি রায়

১৩. ১২ লিটার জল মিশ্রিত দুধে, দুধ ও জলের অনুপাত ২ : ৩। কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত ৩ : ৭ হবে?

অ) ৫ লিটার

আ) ৬ লিটার

ই) ৪ লিটার

ঈ) ১০ লিটার

১৪। জাতীয় সাক্ষরতা মিশন (NLM) চালু হয়-

অ) ১৯৯৫

আ) ১৯৯৭

ই) ১৯৯৮

ঈ) ১৯৯৯

১৫. ভারতে তেল শোধনাগারের সর্বাধিক মালিকানা রয়েছে নিম্নলিখিত কোন্‌ সংস্থার অধীনে?

অ) ONGC

আ) IOC

ই) BPCL

ঈ) HPCL

উত্তর

১/অ, ২/আ, ৩/অ, ৪/ই, ৫/অ, ৬/আ, ৭/ঈ, ৮/আ, ৯/ই, ১০/অ, ১১/ই, ১২/আ, ১৩/ই, ১৪/ই, ১৫/আ

যে কোনো মতামতের জন্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান। আপনারাও আপনাদের মূল্যবান লেখা আমাদের পাঠিয়ে দিতে পারেন। লেখা পাঠানোর জন্য আমাদের নীতিমালাটি পড়ে আমাদের ইমেল ([email protected]) মারফৎ পাঠান।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!