ভারতীয় রেলের গ্রুপ-ডি MCQ প্রশ্ন উত্তর || Rail Group-D || পর্ব-১৬

পোস্টটি শেয়ার করুন
Rate this post

ভারতীয় রেলের গ্রুপ-ডি MCQ প্রশ্ন উত্তর

নমস্কার জানাই স্টুডেন্টস কেয়ারের সকল পাঠক পাঠিকাদের। প্রযুক্তিগত সমস্যার জন্য আমরা ভারতীয় রেলের গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতি বিভাগটিকে সচল রাখতে পারছিলাম না। সকল বাধা কাটিয়ে আবারও আমরা ফিরে এলাম এক নতুন পর্ব নিয়ে। আজ ১৫টি প্রশ উত্তর দেওয়া হল। পড়ুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিন। ভারতীয় রেলের গ্রুপ-ডি MCQ প্রশ্ন উত্তর

১. রিলায়েন্স অ্যাসেট রিকন্সট্রাকশন কোম্পানীর বর্তমান সিইও কে হলেন?

অ) সীতাংশু কর

আ) সুনীল নায়ার

Join us on Telegram

ই) রাকেশ মাক্কর

ঈ) রবীন্দ্র রাও

আরও পড়ুন- এবার থেকে চার বছরের Integrated B.ed কোর্স চালু হচ্ছে

২. কোষের শক্তিঘর কাকে বলে?

অ) মাইটোকন্ড্রিয়া

আ) রাইবোজোম

ই) লাইসোজোম

ঈ) সেন্ট্রোজোম

৩. ব্রেইল ফিভার সৃষ্টিকারী জীবাণু কোনটি?

অ) রাইনো ভাইরাস

আ) ভিভ্রিও কলেরি

ই) জাপানি এনকেফেলাইটিস ভাইরাস

ঈ) কোনটি নয়

৪. দুটি সংখ্যার যোগফল ১০০ ও বিয়োগফল ৭০ হলে সংখ্যা দুটি কি কি?

অ) ৯০, ১০

আ) ১০০, ৭০

ই) ৮৫, ১৫

ঈ) ৮০, ২০

আরও পড়ুন- ভারতের অজানা ২২টি তথ্য জেনে নিন

৫. কলকাতা থেকে বনগার বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত ৪ : ৫। বাসের ভাড়া ১০% এবং ট্রেনের ভাড়া ২০% বৃদ্ধি পেলে নতুন ভাড়ার অনুপাত কত হবে?

অ) ১১ : ১৩

আ) ১১ : ১৫

ই) ১৩ : ১৭

ঈ) ১১ : ১২

৬. যদি ‘A’ + ‘B’ মানে ‘A’, ‘B’ এর মা, ‘A’ – ‘B’ মানে, ‘A’, ‘B’ এর ভাই। ‘A’ + ‘B’ মানে, ‘A’, ‘B’ এর পিতা, ‘A’x’B’ মানে ‘A’, ‘B’ এর বোন। তাহলে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটির দ্বারা বোঝা যায় যে ‘P’, ‘Q’ এর মামা?

অ) Q – N + M x P

আ) P + S x N – Q

ঈ) P – M + N x Q

ই) Q – S + P

আরও পড়ুন- WBCS এর জন্য ভূগোলের ৩০টি SAQ

৭. শ্রেনিবিন্যাসের জনক কাকে বলা হয়?

অ) বেন্থাম হুকারকে

আ) লিনিয়াসকে

ই) হ্যাচিনসন কে

ঈ) টাখটাজনকে

৮. কর্ণাটকের মূখ্যমন্ত্রীর নাম কী?

অ) এইচ ডি কুমারাস্বামী

আ) অসলো

ই) বি. এস. ইয়েড্ডুরাপ্পা

ঈ) গোবিন্দ এম কারজল

৯. নিচের কোন রেলমন্ত্রী সবচেয়ে বেশি রেল বাজেট পেশ করেছিলেন?

অ) মমতা ব্যানার্জী

আ) সুরেশ প্রভু

ই) লালুপ্রসাদ যাদব

ঈ) গনিখান চৌধুরী

১০. কোন নদীর উপর ‘পং’ বাঁধটি গড়ে উঠেছে?

অ) নর্মদা

আ) ইরাবতী

ই) বিপাশা

ঈ) শোন

১১. কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্তজমাট বাঁধে না?

অ) হেপারিন

আ) হিমোগ্লোবিন

ই) ফাইব্রিন

ঈ) থার্মোপ্রাস্টিন

১২. মালাক্কা প্রনালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?

অ) সিঙ্গাপুর ও মালেশিয়া

আ) কালিমান্টন ও সুলইয়েসি

ই) জাভা ও সুমাত্রা

ঈ) সুমাত্রা ও মালয়েশিয়া

১৩. টমি হ্যাস কোন খেলার সাথে যুক্ত?

অ) লন টেনিস

আ) টেবিল টেনিস

ই) ফুটবল

ঈ) রাগবি

১৪. কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত?

অ) গঙ্গা

আ) ব্রম্ভ্রপুত্র

ই) গোদাবরী

ঈ) কাবেরী

১৫. ভুল সংখ্যাটি নির্ণয় কর- ১০০৮০, ৫০৪০, ১৬৮০, ৪৪০, ৮৪, ১৪, ২

অ) ৫০৪০

আ) ১৬৮০

ই) ৪৪০

ঈ) ২

উত্তর

১/ঈ, ২/অ, ৩/ই, ৪/ই, ৫/আ, ৬/ঈ, ৭/আ, ৮/অ, ৯/অ, ১০/ই, ১১/অ, ১২/ঈ, ১৩/অ, ১৪/ই, ১৫/ই

স্টুডেন্টস কেয়ার (www.studentscaring.com) আপনাদের যে সকল পরিষেবা প্রদান করে থাকে সেগুলি এক নজরে-

১. রেলের ১৫টির অধিক MCQ প্রশ্ন উত্তরের সেট

২. প্রাথমিক টেটের মক টেস্ট সহ প্রচুর তথ্য

৩. বিগত ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্স

৪. সাধারণ জ্ঞানের ভান্ডার

৫. WBCS পরীক্ষা প্রস্তুতি

৬. অনলাইন রেল গ্রুপ ডি মক টেস্ট

৭. অনলাইন প্রাথমিক টেট মক টেস্ট

৮. অনলাইন UGC NET মক টেস্ট

৯. অনলাইন WBCS মক টেস্ট

১০. জানা অজানা তথ্য জানার জন্য আমাদের প্রকাশিত প্রবন্ধ পড়ুন

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!