ভারতীয় রেলের গ্রুপ ডি ও গ্রুপ সি পরীক্ষা প্রস্তুতি | MCQ | চতুর্থ পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

হ্যালো রিডারস! সকলে ভালো আছেন নিশ্চই। আমরা ১৫-২০ টি করে ভারতীয় রেলের গ্রুপ ডি ও গ্রুপ সি পরীক্ষা প্রস্তুতি র জন্য MCQ প্রশ্ন ও উত্তর প্রকাশ করে করে চলেছি তার আজ চতুর্থ পর্ব। সকলে ফর্ম ফিলাপ শুরু করেদিয়েছেন এতদিনে। সাথে সাথে একটু মনোযোগ সহকারে প্রস্তুতি নিতে থাকুন। পরীক্ষা সম্ভবত মার্চ-এপ্রিল মাসের দিকে হতে পারে, তাই হাতে মাত্র আর ২ মাস রয়েছে। চলুন দেখে নেওয়া যাক চতুর্থ পর্ব-

বিঃ দ্রঃ- সকলের উদ্দেশ্যে মনে করিয়ে দেই, রেলের গ্রুপ ডি পোস্টের জন্য কোনো রকম ITI ডিগ্রির দরকার নেই। শুধুমাত্র মাধ্যমিক পাশ করা থাকলেই আপনি আবেদন করতে পারবেন। ধন্যবাদ!

১. কোন যন্ত্রের দক্ষতা ৬০% এবং যন্ত্রের আউটপুট ৭২০ জুল হলে, ইনপুট কত?

অ) ৪.৩২ জুল

Join us on Telegram

আ) ৮০০ জুল

ই) ১২০০ জুল

ঈ) ১০০০ জুল

২. কোন্‌ বর্ণের আলো প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার ফলে সবচেয়ে কম বিচ্যুত হয়?

অ) বেগুনি

আ) কমলা

ই) লাল

ঈ) সবুজ

আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখান থেকে।

৩. ৩ জন ছাত্রের বয়সের গড় ১২ বছর। তাদের বয়সের অনুপাত ৩:৪:৫ হলে, বড়ো ছাত্রটির বয়স কত?

অ) ১২ বছর

আ) ১৮ বছর

ই) ১০ বছর

ঈ) ১৫ বছর

৪. যদি (A-B) এর ৫০% = (A+B) এর ৩০% হয়, তবে B এর কত % =A

অ) ৩০০%

আ) ৪০০%

ই) ২০০%

ঈ) ৫০০%

৫. ডি. ডি. টি. কে আবিষ্কার করেন?

অ) ডঃ পল মুলার

আ) ডঃ রবার্ট কচ

ই) জি ডোমেগ

ঈ) হার্ভে

মাধ্যমিক ২০১৮ ভূগোলের সম্ভাব্য প্রশ্ন জানার জন্য এখানে ক্লিক করুন

৬. কোনও দ্রব্য বিক্রি করে ১৫% ক্ষতি হলে, ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত?

অ) ২০ : ১৭

আ) ২০ : ১৫

ই) ২০ : ১৪

ঈ) ২০ : ১০

৭. কোষ ঝিল্লি কী দিয়ে তৈরি?

অ) সেলুলোজ

আ) প্রোটিন

ই) প্রোটিন ও লিপিড

ঈ) লিপিড

৮. ‘জওহরলাল মৌলভী’ নামে কে পরিচিত ছিলেন?

অ) রাজা আমমোহন রায়

আ) কেশবচন্দ্র সেন

ই) রাজা নবকৃষ্ণ দেব

ঈ) সৈয়দ আহমেদ খান

৯. চার্নোকাইট হল-

অ) নীলগিরি নাইস

আ) মণিশিলা

ই) ঝাড়খন্ডে পাওয়া যায়

ঈ) হিমবাহ

সকল সরকারি চাকরীর পরীক্ষা প্রস্তুতির জন্য এখানে ক্লিক করুন

১০. কোন্‌ দেশের আইনসভা সংবিধানের চুড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসাবে কাজ করে?

অ) ব্রিটেন

আ) সুইৎজারল্যান্ড

ই) ভারত

ঈ) ফ্রান্স

১১. ‘অলিফিন কমপ্লেক্স’ কিসের জন্য বিখ্যাত?

অ) পেট্রোকেমিক্যাল শিল্প

আ) সার তৈরির কারখানা

ই) দুগ্ধ উৎপাদন শিল্প

ঈ) রাসায়নিক শিল্প

মাধ্যমিক ইতিহাস

১২. সুপ্রীম কোর্টের প্রতিষ্ঠাকালে প্রধান বিচারপতি সহ মোট কয়জন বিচারপতি ছিলেন?

অ) ১০ জন

আ) ৮ জন

ই) ৯জন

ঈ) ৭ জন

১৩. ভারতের নাগরিকত্ব আইন প্রনীত হয় কোন্‌ বছর?

অ) ১৯৫৫ খ্রীঃ

আ) ১৯৫০ খ্রীঃ

ই) ১৯৪২ খ্রীঃ

ঈ) ১৯৬১ খ্রীঃ

১৪. দাক্ষিণাত্যের লাভা অঞ্চল গঠিত হয়েছে-

অ) ক্রিটেসিয়াস যুগে

আ) জুরাসিক যুগে

ই) ট্রায়াসিক যুগে

ঈ) ক্যাম্ব্রিয়ান যুগে

১৫. মানুষের হাত কোন্‌ শ্রেণির লিভার?

অ) তৃতীয়

আ) দ্বিতীয়

ই) প্রথম

ঈ) কোনটিই নয়

উত্তর

১/ই, ২/ই, ৩/ঈ, ৪/আ, ৫/অ, ৬/অ, ৭/ই, ৮/অ, ৯/আ, ১০/আ, ১১/অ, ১২/আ, ১৩/অ, ১৪/অ, ১৫/অ

যে কোনো মতামতের জন্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান। আপনারাও আপনাদের মূল্যবান লেখা আমাদের পাঠিয়ে দিতে পারেন। লেখা পাঠানোর জন্য আমাদের নীতিমালাটি পড়ে আমাদের ইমেল ([email protected]) মারফৎ পাঠান।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!