সাহিত্য সমগ্র-পর্ব-১ (General Knowledge)

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

স্টুডেন্টস কেয়ারে সকলে স্বাগতম। আমরা এই বিভাগে বাংলা তথা ভারতের সাহিত্য বিষয়ক বিভিন্ন জানা অজানা সাধারন জ্ঞান নিয়ে আলোচনা করবো। যেগুলো জীবনের বিভিন্ন সময়ে কাজে লেগে থাকবে। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম পর্ব-

১. জে কে রাউলিং কোন কাল্পনিক চরিত্রের স্রষ্টা?

উ: হ্যারি পর্টার

২. ‘পদাতিক’ কাব্যগ্রন্থ কার লেখা?

উ: সুভাষ মুখ্যোপাধ্যায়।

Join us on Telegram

৩. ইতালীয় সাহিত্যিক কার্লোকলোডি কোন চরিত্রের স্রস্টা?

উ: পিনোচ্চিও।

৪. বরাহমিহির রচিত গ্রন্থের নাম কী?

উ: ‘ বৃহৎসংহিতা ও পঞ্চসিদ্ধান্তিকা’

৫. বিমল কর সৃষ্ট গোয়েন্দার নাম কী?

উ: কিঙ্করকিশোর রায়।

৬. বার্নাড শ কবে নোবেল পান?

উ: ১৯২৫ সালে।

৭. ব্যাপিকা বিদায় নাটকটির রচয়িতা কে?

উ: রসরাজ অমৃতলাল বসু।

৮. জাতকের কাহিনী কোন ভাষায় লেখা?

উ: পালি।

৯. রবীন্দ্রনাথ বন্দেমাতরম গানটি কবে নিজের শুরে গান?

উ: ১৮৯৬সালে।

১০. ‘ চৈতন্য চরিতামৃত’ কার লেখা?

উ: কৃষ্ণদাস কবিরাজ।

১১. ‘ অন্ধ কবিতার পিতামহ’ কে?

উ: তেলেগু কবি পোদ্দন।

১২. ইষ্ট ইন্ডিয়া পত্রিকা কে প্রকাশ করেন?

উ: ডিরোজিও।

১৩. মুন্সি প্রেমচাঁদের আসল নাম কী?

উ: ধনপত রায়।

১৪. স্বাধীন ভারতের সংবিধান গ্রন্থটি কার চিত্রে ও নির্দেশে অলংকৃত?

উ: নন্দলাল বসু।

১৫. ‘কোর আন-শরীফ এর বঙ্গানুবাদ কে প্রথম করেছিলেন?

উ: গিরিশচন্দ্র সেন।

১৬. ইয়ান ফ্লেমিং কোন চরিত্রের স্রষ্টা?

উ: জেমস বন্ড।

১৭. ‘হু কিল্ড ড্যানিয়েল পার্ল’ গ্রন্থের রচয়িতা কে?

উ: বার্নাড হেনরি লেভি।

১৮. মধুসূদন সৃষ্ট ছন্দের নাম কী?

উ: অমিত্রাক্ষর ছন্দ।

১৯. বিদ্যাবতী কার সভাপতি ছিলেন?

উ: মিথিলার রাজা শিবসিংহের।

২০. কোন দেশে সনেটের উৎপত্তি হয়?

উ: ইতালীতে।

২১. ‘সন্দেশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উ: সত্যজিৎ রায়।

২২. বেদকে চার ভাগে কে ভাগ করেন?

উ: মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস।

২৩. ‘ফকির অব জঙ্গিরা’ কাব্য কার লেখা?

উ: ডিরোজিও।

২৪. ‘নবকুমার কবি’ কার ছদ্মনাম?

উ: সত্যেন্দ্রনাথ ঠাকুর।

২৫. প্রতিটি বেদে কয়টি অংশ আছে?

উ: চারটি। সংহিতা, ব্রাম্ভ্রণ, আরণ্যক,  উপনিষদ।

ধন্যবাদ আপনাকে এতক্ষন আমাদের সাথে থাকার জন্য। আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বে আবারো এই ধরণের সাধারন জ্ঞান বিভাগের ‘সাহিত্য সমগ্র’ নিয়ে হাজির হব। এছাড়াও আপনাদের চাওয়া পাওয়া নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চই জানাবেন আমাদের।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!