প্রাচীন ভারতের ইতিহাস পর্ব-১ (General Knowledge)

পোস্টটি শেয়ার করুন
Rate this post

স্টুডেন্ট কেয়ারের পক্ষ থেকে সকলকে নমস্কার জানাই। সকলে ভালো আছেন আশাকরছি। আমরা আমাদের ব্লগের ‘সাধারণ জ্ঞান’ বিভাগে বিশ্বের বিভিন্ন জানা অজানা তথ্য তুলে ধরি এবং ভবিষ্যতে এর পরিধি নিশ্চই বৃদ্ধি পাবে এই আশারাখছি আমরা। আপনারা আমাদের সাথে সহযোগীতা করলে আমরা এই ভাবে এগিয়ে যাবো। আজ কে আমাদের বিষয় ‘ইতিহাস’প্রাচীন ভারতের ইতিহাস এর মাত্র ১৫ টি প্রশ্ন দিয়ে আজকের ‘ইতিহাস সমগ্র’ বিভাগটি শুরু করছি। আপনারা সাথে থাকলে আস্তে আস্তে এগিয়ে চলব এই ভাবে। আজকের প্রশ্ন ও উত্তর গুলি আমাদের পাঠিয়েছে সুব্রত দাশ (মেদিনীপুর)। দেখুন ১৫ টি প্রশ্ন ও উত্তর-

১. প্রশ্ন:- কে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন?

উত্তর:- উনিশ শতকের খ্যাতনামা প্রত্নতত্ববিদ জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন ।

২. প্রশ্ন:- কোন প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে রাজা অশোক ও তাঁর কীর্তিকলাপ সম্বন্ধে ধারণা পাওয়া যায়?

Join us on Telegram

উত্তর:- শিলালিপি নামক প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে রাজা অশোক ও তাঁর কীর্তিকলাপ সম্বন্ধে ধারণা পাওয়া যায়

৩. প্রশ্ন:- নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে ?

উত্তর:- নাসিক প্রশস্তিতে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর কীর্তি বর্ণিত আছে ।

৪. প্রশ্ন:- প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি? সেটি কার রচনা?

উত্তর:- প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থের নাম রাজতরঙ্গিনী । এটি কলহন-এর রচনা ।

৫. প্রশ্ন :- কোন নদী/নদের নাম অনুসারে ভারতবর্ষের নাম ইন্ডিয়া বা হিন্দুস্থান হয়েছে ?

উত্তর:- সিন্ধুনদের নাম অনুসারে ভারতবর্ষের নাম ইন্ডিয়া বা হিন্দুস্থান হয়েছে

৬. প্রশ্ন:- এলাহাবাদ প্রশস্তি কার রচনা?

উত্তর:- এলাহাবাদ প্রশস্তি সমুদ্র গুপ্তের সভাকবি হরিষেণের রচনা ।

৭. প্রশ্ন:- কোন রাজার নাম অনুসারে ভারতবর্ষ নামকরণ হয়?

উত্তর:- পৌরাণিক যুগের সাগর বংশের সন্তান রাজা ভরতের নাম অনুসারে আমাদের দেশের নামটি এসেছে ভারত বা ভারতবর্ষ ।

৮. প্রশ্ন:- দক্ষিণ ভারতের অধিবাসীরা কোন জাতির বংশধর?

উত্তর:- দক্ষিণ ভারতের অধিবাসীরা দ্রাবিড় জাতির বংশধর ।

[বিশ্বের সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারী দশটি দেশ]

৯. প্রশ্ন:- নানাঘাট শিলালিপি থেকে কোন রাজার সম্বন্ধে জানা যায়?

উত্তর:- নানাঘাট শিলালিপি থেকে সাতবাহন রাজা প্রথম সাতকর্ণীর সম্বন্ধে জানা যায় ।

১০. প্রশ্ন:- ভারতকে ‘নৃতত্বের জাদুঘর’ কে বলেছেন?

উত্তর:- ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতকে ‘নৃতত্বের জাদুঘর’ বলেছেন।

১১. প্রশ্ন:- বাণভট্ট কার সভাকবি ছিলেন?

উত্তর:- বাণভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন ।

১২. প্রশ্ন:- সাঁওতালরা কোন জাতির বংশধর?

উত্তর:- সাঁওতালরা নেগ্রিটো জাতির বংশধর ।

১৩. প্রশ্ন:- কার আমলে জুনাগড় লিপি রচিত হয়?

উত্তর:- শক সম্রাট (মহাক্ষএপ) রুদ্রদামনের আমলে জুনাগড় লিপি রচিত হয় ।

[মহাকাশ সমগ্র পর্ব-১ (GK- General Knowledge)]

১৪. প্রশ্ন:- বাঙালিরা কোন জাতির বংশধর ?

উত্তর:- বাঙালিরা নেগ্রিটো ও নর্ডিক জাতির সংমিশ্রিত বংশধর ।

১৫. প্রশ্ন:- বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয়?

উত্তর:- উপনিষদকে বৈদিক সাহিত্যের বেদান্ত বলা হয়?

অবশেষে আপনাদের একটি অনুরোধ করব আপনারা অবশ্যই আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। এবং আপনারাও কিছু মূল্যবান লেখা পাঠিয়ে সকলের সাহায্যে অংশগ্রহন করতে পারেন। লেখা পাঠানোর জন্য এখানে নিয়মাবলী গুলি দেখুন আগে, এবং এখানে ক্লিক করে যোগাযোগ করে নিন আমাদের সাথে।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!