পরিবেশ বিদ্যা || Environment Studies || ১৫ টি প্রশ্ন ও উত্তর পঞ্চম পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

আবারো একবার নমস্কার জানাই সকলকে। আজ আমাদের আলোচনার বিষয় পরিবেশ বিদ্যা || Environment Studies এর গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন ও সঙ্গে উত্তর। প্রাথমিক টেট, SLST, বা বিভিন্ন চাকুরীর পরীক্ষার ক্ষেত্রে উপযোগী হবে আশাকরা যায়। লেখাটি পাঠিয়েছেন তমাল প্রামানিক (তমলুক) || প্রথম অংশটি পড়ার জন্য এখানে ক্লিক করুন. দেখে নিন-

১. মস্তিক আবরণী পর্দার নাম হল-

অ) পেরিকার্ডিয়া

আ) পেরিটোনিয়াম

Join us on Telegram

ই) মেসোভেরিয়াম

ঈ) মেনিঞ্জেস

২. ফ্ল্যাভিভাইরাস কোন্‌ রোগের জন্য দায়ী?

অ) চিকুঙ্গুনিয়া

আ) সোয়াইন ফ্লু

ই) বার্ড ফ্লু

ঈ) ডেঙ্গি

৩. মোম গ্রন্থি থাকে কোন্‌ মৌমাছির?

অ) কর্মী

আ) রানি

ই) পুরুষ

ঈ) শ্রমিক

৪. নীচের কোনটিকে ভারতীয় জীববৈচিত্রের ‘হট-স্পট’ বলা হয়?

অ) পশ্চিমঘাট বনাঞ্চলকে

আ) উত্তরবঙ্গের তরাই অঞ্চলকে

ই) কেরালার উপকূল অঞ্চলকে

ঈ) কর্ণাটকের বনাঞ্চলকে

৫. পরিবেশ শিক্ষার ক্ষেত্রে একটি দৃষ্টি নির্ভর সহায়ক উপকরণ হল-

অ) বোর্ড

আ) দূরদর্শন

ই) রেডিও

ঈ) সহায়ক পুস্তক

৬. ‘ব্র্যাঘ্র প্রকল্প’ ভারতবর্ষে প্রথম কবে শুরু হয়?

অ) ১৯৭২

আ) ১৯৭৩

ই) ১৯৮১

ঈ) ১৯৭৫ সালে

৭. নীচের কোনটি জলজ উদ্ভিদ নয়?

অ) রাস্না

আ) কচুরিপানা

ই) শালুক

ঈ) পাতাঝাঁঝি

৮. কীটনাশক নিয়ন্ত্রন আইন চালু হয় কবে?

অ) ১৯৬৮

আ) ১৯৬৭

ই) ১৯৬৬

ঈ) ১৯৬৫

৯. সেরিকালচার হল কী?

অ) রেশম কীটের চাষ

আ) মৌমাছির চাষ

ই) কেঁচোর চাষ

ঈ) মুরগির চাষ

১০. ভারতের মন্দির শহর নামে পরিচিত কোন্‌ শহরটি?

অ) বারানসী

আ) কাশী

ই) ভুবনেশ্বর

ঈ) বৃন্দাবন

১১. ইন ভিট্রো সংরক্ষন এর ক্ষেত্রে-

অ) তাপমাত্রা অধিক লাগে

আ) তাপমাত্রা অতি শীতল হতে হয়

ই) অ এবং আ দুটোই

ঈ) অ এবং আ কোনটি নয়

১২. পৃথিবীর ধনী দেশগুলি তাদের কলকারখানার বর্জ্য পদার্থগুলি অপসারণ করার জন্য বেছে নেয়-

অ) সমুদ্রের তলদেশ

আ) বনভূমি

ই) গরিব দেশগুলির ভূখন্ড

ঈ) মোহোনা অঞ্চল

১৩. পানীয় জলে লোহার পরিমান কত?

অ) ০.৬ mg/l

আ) ০.০৫ mg/l

ই) ০.৩ mg/l

ঈ) ০.৬ mg/l

১৪. রক্তপাত বন্ধ করার জন্য যে বিশেষ ধরণের ব্যান্ডেজ ব্যবহার করা হয় তা হল-

অ) ব্যান্ড এইড

আ) এক্স্ট্রা এইড

ই) গজ

ঈ) টুইনিকোয়েট

১৫. টাইফয়েড রোগটি হল-

অ) বায়ুবাহিত

আ) জলবাহিত

ই) মৃত্তিকা বাহিত

ঈ) মশাবাহিত

উত্তর-

১/ঈ, ২/ঈ, ৩/অ, ৪/অ, ৫/অ, ৬/আ, ৭/অ, ৮/অ, ৯/আ, ১০/ই, ১১/আ, ১২/আ, ১৩/ই, ১৪/ঈ, ১৫/আ

আপনিও আপনার মূল্যবান লেখা আমাদের পাঠাতে পারেন এই ই-মেলের মাধ্যমে- [email protected]

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!