সরকারি চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর || ৫০টি MCQ || পঞ্চম পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

 আপনি কি সরকারি চাকরীর প্রস্তুতি নিচ্ছেন? বুঝে উঠতে পারছেন না কিভাবে সরকারি চাকরীর পেতে হবে বা সরকারি চাকরী পেতে হলে কি কি বিষয় পড়তে হবে? আমাদের পশ্চিমবঙ্গে সরকারি চাকরিগুলি মধ্যে  WBCS , Railway Exam, PSC Exam, Group D Group C ইত্যাদি পরীক্ষাগুলির জন্য আমরা প্রস্তুতি নিয়ে থাকি। এই সকল পরীক্ষার প্রস্তুতির জন্য উপযুক্ত প্রশ্ন উত্তরগুলি আমাদের সাইটে পেয়ে যাবেন। এই সকল ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে বলে আমরা আশাবাদী। এছাড়াও আমাদের সাইট থেকে সরকারি চাকরি খবর আপনি জানতে পারবেন, তাই নজর রাখুন প্রতিনিয়ত। আজকের পঞ্চম পর্বে সরকারি চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর (৫০টি MCQ) দেওয়া হল।  আমাদের সকল পোস্টের আপডেট সময়ে পেতে হলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখুন। ক্লিক করুন এখানে অথবা সার্চ করুন Students Care.

৫১. ব্রেইল ফিভার সৃষ্টিকারী জীবাণু কোনটি?

অ) রাইনো ভাইরাস

আ) ভিভ্রিও কলেরি

Join us on Telegram

ই) জাপানি এনকেফেলাইটিস ভাইরাস

ঈ) কোনটি নয়

৫২. গুপ্তবীজী উদ্ভিদের শস্য হল-

অ) ডিপ্লয়েড

আ) হ্যাপ্লয়েড

ই) টেট্রাপ্লয়েড

ঈ) ট্রিপ্লয়েড

[পরীক্ষা প্রস্তুতির বিগত পোস্টগুলি পড়ার জন্য এখানে ক্লিক করুণ]

৫৩. পদাধিকারবলে রাজ্যসভার সভাপতি কে?

অ) রাষ্ট্রপতি

আ) উপরাষ্ট্রপতি

ই) প্রধানমন্ত্রী

ঈ) রাজ্যসভার বিরোধী দলনেতা

৫৪. দুটি সংখ্যার যোগফল ১০০ ও বিয়োগফল ৭০ হলে সংখ্যা দুটি কি কি?

অ) ৯০, ১০

আ) ১০০, ৭০

ই) ৮৫, ১৫

ঈ) ৮০, ২০

৫৫. কলকাতা থেকে বনগার বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত ৪ : ৫। বাসের ভাড়া ১০% এবং ট্রেনের ভাড়া ২০% বৃদ্ধি পেলে নতুন ভাড়ার অনুপাত কত হবে?

অ) ১১ : ১৩

আ) ১১ : ১৫

ই) ১৩ : ১৭

ঈ) ১১ : ১২

৫৬. আরালাম ওয়াইল্ড লাইফ স্যাঙ্কচুয়ারি কোন্‌ রাজ্যে অবস্থিত?

অ) কেরল

আ) পাঞ্জাব

ই) মণিপুর

ঈ) ওড়িশা

৫৭. ক্যালামাইন কোন্‌ ধাতুর আকরিক?

অ) টিন

আ) ম্যাগনেশিয়াম

ই) দস্তা

ঈ) তামা

৫৮. যদি ‘A’ + ‘B’ মানে ‘A’, ‘B’ এর মা, ‘A’ – ‘B’ মানে, ‘A’, ‘B’ এর ভাই। ‘A’ + ‘B’ মানে, ‘A’, ‘B’ এর পিতা, ‘A’x’B’ মানে ‘A’, ‘B’ এর বোন। তাহলে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটির দ্বারা বোঝা যায় যে ‘P’, ‘Q’ এর মামা?

অ) Q – N + M x P

আ) P + S x N – Q

ই) P – M + N x Q

ঈ) Q – S + P

৫৯. তেলেঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?

অ) চন্দ্রবাবু নাইডু

আ) কে. চন্দ্রশেখর রাও

ই) কেশব রাও

ঈ) জগমোহন রেড্ডি

৬০. শ্রেনিবিন্যাসের জনক কাকে বলা হয়?

অ) বেন্থাম হুকারকে

আ) লিনিয়াসকে

ই) হ্যাচিনসন কে

ঈ) টাখটাজনকে

৬১. ব্রিটিশ সাম্রাজ্যের সময় ভারতে ‘ড্রেন তত্ত্ব’-র প্রবক্তা কে ছিলেন?

অ) সুরেন্দ্রনাথ ব্যানার্জি

আ) দাদাভাই নৌরাজি

ই) মতিলাল নেহেরু

ঈ) সি. আর. দাস

৬২. নিচের কোন রেলমন্ত্রী সবচেয়ে বেশি রেল বাজেট পেশ করেছিলেন?

অ) মমতা ব্যানার্জী

আ) সুরেশ প্রভু

ই) লালুপ্রসাদ যাদব

ঈ) গনিখান চৌধুরী

[বিশ্বের ৫০টি বৈজ্ঞানিক আবিষ্কার ও আবিষ্কারকের নাম জেনে নিন]

৬৩. রবি সাদা পরেনি ও অজয় নীল পোশাক পরেনি। রবি আর সোহম ভিন্ন রঙের পোশাক পরেছে। কেবল শচীনের পরনে লাল পোশাক। সোহমের পোশাকের রঙ কী যদি প্রত্যেকেই বিভিন্ন রঙের পোশাক পরে থাকে?

অ) লাল

আ) নীল

ই) সাদা

ঈ) কোনটি নয়

৬৪. কোন নদীর উপর ‘পং’ বাঁধটি গড়ে উঠেছে?

অ) নর্মদা

আ) ইরাবতী

ই) বিপাশা

ঈ) শোন

৬৫. গান্ধিজী কাকে রাজনৈতিক গুরু মনে করতেন?

অ) লালা লাজপত রায়

আ) বিপিনচন্দ্র পাল

ই) বাল গঙ্গাধর তিলক

ঈ) গোপাল কৃষ্ণ গোখলে

৬৬. কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্তজমাট বাঁধে না?

অ) হেপারিন

আ) হিমোগ্লোবিন

ই) ফাইব্রিন

ঈ) থার্মোপ্রাস্টিন

৬৭. মালাক্কা প্রনালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?

অ) সিঙ্গাপুর ও মালেশিয়া

আ) কালিমান্টন ও সুলইয়েসি

ই) জাভা ও সুমাত্রা

ঈ) সুমাত্রা ও মালয়েশিয়া

৬৮. নীচের দেওয়া কোনটি বাকিদের থেকে আলাদা?

অ) মক্কা

আ) বেথেলহেম

ই) নামাকানা

ঈ) সারনাথ

৬৯. টমি হ্যাস কোন খেলার সাথে যুক্ত?

অ) লন টেনিস

আ) টেবিল টেনিস

ই) ফুটবল

ঈ) রাগবি

৭০. একটি রকেট পৃথিবী থেকে চাঁদে নেমে পৃথিবীতে ফিরে এলে রকেটটির সব থেকে বেশি শক্তি লাগবে কখন?

অ) চাঁদে নামতে

আ) চাঁদ থেকে উঠতে

ই) পৃথিবী থেকে উঠতে

ঈ) পৃথিবীতে নামতে

৭১. কোন্‌ সালে ভারতে জেলা আধিকারি অফিস তৈরি হয়?

অ) ১৭৭১

আ) ১৭৭৩

ই) ১৭৭২

ঈ) ১৭৮৬

৭২. কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত?

অ) গঙ্গা

আ) ব্রম্ভ্রপুত্র

ই) গোদাবরী

ঈ) কাবেরী

৭৩. ভুল সংখ্যাটি নির্ণয় কর- ১০০৮০, ৫০৪০, ১৬৮০, ৪৪০, ৮৪, ১৪, ২

অ) ৫০৪০

আ) ১৬৮০

ই) ৪৪০

ঈ) ২

৭৪. আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়?

অ) ডিরোজিও

আ) মহত্মা গান্ধী

ই) সুরেন্দ্রনাথ বন্ধ্যোপাধ্যায়

ঈ) রামমোহন রায়

৭৫. শ্বসনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা সাইটোসল পালন করে তা হল-

অ) অক্সিডেটিক ফসফোরাইলেশন-এ

আ) পাইরুভিক অ্যাসিডের অক্সিডেটিক-ডি-কার্বক্সিলেশন-এ

ই) ক্রেবস চক্র

ঈ) গ্লাইকোলাইসিস

৭৬. বৃষ্টির পরে ভিজে রাস্তায় বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধা জনক হয়, এর কারণ-

অ) ঘর্ষণ কমে যায়

আ) ঘর্ষণ বেড়ে যায়

ই) ঘর্ষণ শূন্য হয়ে যায়

ঈ) গাড়ির উপর অধিক জল প্রয়োগ করা যায় না

৭৭. দলশূন্য ফুলগুলির পরাগ সংযোগ হয়-

অ) মৌমাছি দ্বারা

আ) পাখি দ্বারা

ই)  প্রজাপতি দ্বারা

ঈ) বায়ু দ্বারা

৭৮. ব্যতিক্রমটি চিহ্নিত করুণ-

অ) টিয়া

আ) বাদুড়

ই) কাক

ঈ) পায়রা

৭৯. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বানিজ্য কুঠি নির্মান করে?

অ) জাহাঙ্গির

আ) শাজাহান

ই) ঔরঙ্গজেব

ঈ) প্রথম বাহাদুর শাহ

৮০. “শিক্ষাদানের কাজ বাগানের মালির মত”- কার উক্তি?

অ) সুভাষ মুখ্যোপাধ্যায়

আ) মহাত্মা গান্ধী

ই) রুশো

ঈ) মাও সে তুং

৮১. সমুদ্রে যত গভীরতা পর্যন্ত উদ্ভিদ দেখতে পাওয়া যায়-

অ) ২০ মিটার

আ) ২০০ মিটার

ই) ১০০০ মিটার

ঈ) ২০০০ মিটার

৮২. ভারতের কোন নদীতে সর্ব বৃহৎ মোহনা দেখা যায়?

অ) হুগলি

আ) ভাগীরথী

ই) গোদাবরী

ঈ) কৃষ্ণা

৮৩. কোন্ গভর্নর জেনারেল ভারতে লোকগণনার সূচনা করেন?

অ) লর্ড রিপন

আ) লর্ড মেয়ো

ই) লর্ড ক্লাইভ

ঈ) লর্ড ডালহৌসি

৮৪. মুখগহ্বর, দন্ত, এবং চর্বনের মধ্যে যে সম্বন্ধ সেই একই সম্পর্ক নীচের কোন্টির মধ্যে অবস্থিত?

অ) মস্তক : মস্তিষ্ক : চিন্তা

আ) ত্বক : ঘাম : স্পর্শ

ই) চক্ষু : অক্ষিপট : দর্শন

ঈ) পদযুগল : নাসা : পদাঙ্কগুলি

৮৫. নীচের কোন শহরটি প্রথম বানিজ্যিকভাবে বিদ্যুৎ ব্যবহার করেছিল?

অ) কলকাতা

আ) চেন্নাই

ই) মুম্বাই

ঈ) দার্জিলিং

৮৬. কোশের শক্তিঘর হল-

অ) প্লাস্টিড

আ) ক্লোরোপ্লাস্ট

ই) গলগি বডি

ঈ) মাইট্রোকন্ড্রিয়া

৮৭. ‘ওভাল উইন্ডো’ কোন অঙ্গে পাওয়া যায়?

অ) চোখ

আ) কান

ই) নাক

ঈ) হৃৎপিন্ড

৮৮. মানবদেহের কোন্‌ অঙ্গ সবথেকে বেশি তাপ সহ্য করতে পারে?

অ) হাতের তালু

আ) পাকস্থলী

ই) জিহ্বা

ঈ) ঠোঁট

৮৯. উবের কাপ কোন্‌ খেলার সাথে যুক্ত?

অ) ব্যাডমিন্টন

আ) টেনিস

ই) রাগবি

ঈ) বিলিয়ার্ড

৯০. বাঁকুড়া কোন নদীর তীরে অবস্থিত?

অ) দ্বারকেশ্বর

আ) কংসাবতী

ই) শিলাবতী

ঈ) দামোদর

৯১. গুরুনানক কত সালে জন্মগ্রহণ করেছিলেন?

অ) ১৪৬৯

আ) ১৪৭০

ই) ১৪৭১

ঈ) ১৪৬৮

৯২. নীচের শব্দগুলির মধ্যে বিজোড় শব্দটি খুঁজে বের করুণ

অ) সংবাদপত্র

আ) ছাপাখানা

ই) সংস্করণ

ঈ) গুণ পরীক্ষা

৯৩. ‘আইন-ই-আকবরি’ কার লেখা?

অ) আকবর

আ) বীরবল

ই) টোডরমল

ঈ) আবুল ফজল

৯৪. শব্দ কোন্‌ মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারেনা?

অ) জল

আ) স্টিল

ই) বায়ু

ঈ) শূন্য মাধ্যমে

© কপি রাইট- স্টুডেন্টস কেয়ার

উত্তর

৫১/ই, ৫২/ঈ, ৫৩/আ, ৫৪/ই, ৫৫/আ, ৫৬/অ, ৫৭/ই, ৫৮/ঈ, ৫৯/আ, ৬০/আ, ৬১/আ, ৬২/ই, ৬৩/ঈ, ৬৪/ই, ৬৫/ঈ, ৬৬/অ, ৬৭/ঈ, ৬৮/ঈ, ৬৯/অ, ৭০/ই, ৭১/ই, ৭২/ই, ৭৩/ই, ৭৪/ঈ, ৭৫/আ, ৭৬/অ, ৭৭/ঈ, ৭৮/আ, ৭৯/অ, ৮০/ই, ৮১/আ, ৮২/অ, ৮৩/আ, ৮৪/ই, ৮৫/ঈ, ৮৬/ঈ, ৮৭/অ, ৮৮/ই, ৮৯/অ, ৯০/ই, ৯১/অ, ৯২/ঈ, ৯৩/ঈ, ৯৪/ঈ

স্টুডেন্টস কেয়ার (www.studentscaring.com) আপনাদের যে সকল পরিষেবা প্রদান করে থাকে সেগুলি এক নজরে-

১. রেলের ১৫টির অধিক MCQ প্রশ্ন উত্তরের সেট

২. প্রাথমিক টেটের মক টেস্ট সহ প্রচুর তথ্য

৩. বিগত ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্স

৪. সাধারণ জ্ঞানের ভান্ডার

৫. WBCS পরীক্ষা প্রস্তুতি

৬. অনলাইন রেল গ্রুপ ডি মক টেস্ট

৭. অনলাইন প্রাথমিক টেট মক টেস্ট

৮. অনলাইন UGC NET মক টেস্ট

৯. অনলাইন WBCS মক টেস্ট

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!