সরকারি চাকরি পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর || প্রথম পর্ব || ৫০ টি প্রশ্ন

পোস্টটি শেয়ার করুন
3/5 - (1 vote)

সরকারী চাকরি পেতে হলে চাই যথাযত প্রস্তুতি। আর এই প্রস্তুতির জন্য চাই উপযুক্ত পরিমান স্টাডি মেটেরিয়ালস। তাই আমরা ঠিক করেছি বিভিন্ন ধরণের সরকারী চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য সম্ভাব্য প্রশ্ন উত্তর সহকারে স্টাডি মেটেরিয়ালস দেবো। যেগুলি আগত বিভিন্ন ধরণের যেমন গ্রুপ-ডি/সি, WBCS, Railway Exam, PSC Exam ইত্যাদি পরীক্ষাগুলির ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এই বিষয়ে আমরা আশাবাদী। আজকের প্রথম পর্বে সরকারি চাকরি পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর (গুরুত্বপূর্ণ ৫০ টি) দেওয়া হল।  আমাদের সকল পোস্টের আপডেট সময়ে পেতে হলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখুন। ক্লিক করুন এখানে অথবা সার্চ করুন Students Care

সরকারি চাকরি পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর || প্রথম পর্ব || ৫০ টি প্রশ্ন

[কপিরাইট © 2017-2019 | স্টুডেন্টস কেয়ার ™ | সর্বস্বত্ব সংরক্ষিত]

১. ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পদের নির্বাচন পরিচালিত হয় কার দ্বারা?- নির্বাচন কমিশনের দ্বারা।

২. ‘ডবল ফল্ট’ কোন খেলার সাথে যুক্ত?- টেনিস

Join us on Telegram

৩. ভারতের নির্বাচন প্রার্থীদের প্রতীক চিহ্ন দেয় কে?- নির্বাচন কমিশন

৪. ভারতের প্রথম ন্যাশেনাল পার্ক কোন্‌টি?- হেইলি ন্যাশেনাল পার্ক। যার বর্তমান নাম জিম করবেট ন্যাশেনাল পার্ক।

৫. ভারতের নারীর ভোটাধিকার স্বীকৃত হয়েছে কবে?- প্রথম সাধারণ নির্বাচনে।

৬. রয়্যাল সোসাইটি অফ লন্ডনের প্রথম ভারতীয় ফেলো হলেন কে?- আর্দাসির কুর্সেতজি।

৭. ভারতের নির্বাচন কমিশনের সদস্যদের কার্যালয়ের মেয়াদ কত বছর?- ৬ বছর।

৮. ভারতের প্রথম মিশাইলের নাম কি?- পৃথ্বী।

৯. প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত ধাতুগুলি হল- গোল্ড (Au)।

১০. এশিয়ান গেমসে সোনাজয়ী প্রথম ভারতীয় মহীলার নাম কী?- কমলজিৎ সান্ধু।

আরও পড়ুন- WBCS প্রস্তুতি

১১. ওড়িশার হুমা মন্দির কোন্‌ দেবতাকে উৎসর্গ করা হয়েছে?- শিব

১২. নেরিসের গমনাঙ্গের নাম কী?- প্যারাপোডিয়া।

১৩. লোহিততপ্ত আয়রনের সঙ্গে স্টিমের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসটি হল?- হাইড্রোজেন।

১৪. ভারতের নির্বাচন কমিশনের গঠনের কথা বলা হয়েছে কোন্‌ ধারায়?- ৩২৪ ধারায়।

১৫. কপারের একটি আকরিকের নাম কী?= কপার গ্লাস।

১৬. চন্দ্রপ্রভা অভয়ারনয় কোথায় অবস্থিত?- উত্তরপ্রদেশ।

‘স্টুডেন্টস কেয়ার’ এর সকল লেখার স্বত্ব ব্লগ কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত। লেখক বা কর্তৃপক্ষের অনুমতি ব্যাতিত কোন লেখা অন্য কোন অনলাইন বা অফলাইন মিডিয়াতে সূত্র ছাড়া প্রকাশিত হলে সেটি বেআইনি। কপি রাইটের অন্তর্ভূক্ত। সূত্র ছাড়া কপি করার অনুমতি নেবেন আমাদের কাছে।

১৭. মিনামাটা রোগ কোন্‌ মৌলের প্রভাবে হয়?- পারদ

১৮. পৃথিবীর দীর্ঘতম খালের নাম কী?- চীনের গ্র্যান্ড ক্যানেল।

১৯. মানবদেহের ক্যালোরিজনিত হরমোন হল- থাইরোক্সিন।

২০. ভারতের দাশ বংশের প্রতিষ্ঠাতা হলেন কে?- কুতুবউদ্দিন আইবক।

২১. ভারতীয় শাস্ত্রীয় সংগীতের উৎস হল- সামবেদ।

২২. অলিন্দ যুদ্ধ হয়েছিল কত সালে?- ১৯৩০ সালের ৪ঠা ডিসেম্বর।

২৩. ওজন স্তর ধংস্কারী প্রধান গ্যাসের নাম কি? সি এফ সি

২৪. কাশ্মীরের রত্ন বলা হয় কাকে?- ডাল হ্রদ কে।

২৫. আয়ুর্বেদের জনক কাকে বলা বলা হয়?- চরক কে

২৬. মার্স গ্যাসের মুখ্য উপাদান হল?= মিথেন

২৭. কৃষিজমিতে কোন গ্যাস উৎপন্ন হয়?- মিথেন

২৮. অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কী?- সুপ্রারেনাল গ্রন্থি।

২৯. ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে কী?- থাইরক্সিন।

৩০. ক্যালকাটা স্কুল অফ সোসাইটি প্রতিষ্ঠা করেন কে?- ডেভিড হেয়ার।

৩১. ভারতের তোতাপাখি কাকে বলা হয়?- আমির খসরু কে।

৩২. বিশ্বের প্রাচীনতম পোতাশ্রয়ের নাম কী? – লোথাল।

৩৩. পশ্চিমবঙ্গের বিধান পরিষদের বিলোপ ঘটে কবে?- ১৯৬৯ সালে।

৩৪. নব্য আন্দোলনের প্রান পুরুষ কে ছিলেন?- হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।

৩৫. মূত্রে জলের পরিমান নিয়ন্ত্রনকারী হরমোনটি হল- ADH

৩৬. সিলিকোসিস দ্বারা আক্রান্ত অঙ্গ কোনটি?- ফুসফুস।

৩৭. চুখা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত?- ভুটানে

৩৮. কঠিন পদার্থের তাপ যে পদ্ধতিতে প্রবাহিত হয় সেটি হল- পরিচলন পদ্ধতি।

৩৯. মহাকাশে প্রথম কোন মহীলা যাত্রা করেন?- ভ্যালেন্তিনা তেরেস্কোভা।

৪০. তিনটি প্রধান রঙ কি কি?- রাল, নীল, সবুজ।

৪১. যে ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় সেটি কি?- তামা

৪২. ভারতের আঞ্চলিক নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ হল- ৬ মাস।

৪৩. গ্রীষ্মকালে যে ধরণের কাপড় পরিধান করা ভালো সেটি হল- সাদা রঙের পোশাক।

৪৪. মানবদেহে মোট ক্রোমোজমের সংখ্যা কত?- ২৩ জোড়া।

আমাদের সকল পোস্টের আপডেট সময়ে পেতে হলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখুন। ক্লিক করুন এখানে অথবা সার্চ করুন Students Care

৪৫. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ এর নাম কী?- নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ।

৪৬. রেড ডাটা বই কবে প্রকাশিত হয়?- ১৯৬৩ সালে।

৪৭. দৃশ্যমান বর্ণালির ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য যে আলোর তা হল- লাল।

৪৮. জাতীয় আইন কবে পাস হয়?- ১৯৯৮ সালে।

৪৯. সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয় কিসের মাধ্যমে?- প্রতিধ্বনির মাধ্যমে।

৫০. ভারতের ব্যাঘ্র সংরক্ষন প্রকল্প চালু হয়েছে কবে?- ১৯৭৩ সালের ১ এপ্রিল।

ধন্যবাদ। পরবর্তী পোস্টের জন্য প্রতিনিয়ত নজর রাখুন ‘স্টুডেন্টস কেয়ারে’।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!