ভারতের বিভিন্ন শহরের পূর্ব নাম এবং তাদের বর্তমান নাম

পোস্টটি শেয়ার করুন
Rate this post

ভারতের বিভিন্ন শহরের পূর্ব নাম এবং তাদের বর্তমান নাম

ভারতের বিভিন্ন শহরের পূর্ব নাম এবং তাদের বর্তমান নাম – আমরা ভারতবর্ষে বসবাস করি। আমরা জানি যে ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ। এই দেশে রয়েছে ২৮টি রাজ্য, ৮টি অঙ্গরাজ্য এবং কয়েক হাজার শহর। আমরা এটাও জানি ভারতীয় সভ্যতা সুপ্রাচীন, প্রাচীন কাল থেকে ভারতে বিভিন্ন বিদেশী শক্তির আনাগোনা দেখা মেলেছে এবং বিভিন্ন বৈদেশিক শক্তির দ্বারা ভারত তথা ভারতীয় জনগন শাসিত হয়েছে। বিভিন্ন শাসকদের কালে ভারতের বিভিন্ন শহরের নামকরন ও হয়েছে তাদের পছন্দ অনুসারে। আবার সময়ের পরিবর্তনের সাথে সাথে সেগুলির নাম আবার পরিবর্তন হয়েছে। আর এই বিষয়গুলি বিভিন্ন সর্বোভারতীয় পরীক্ষাতেই এসে থাকে। তাই আজ আমরা প্রায় ৩০ টি এমন শহরের তালিকা আপনাদের সামনে তুলে ধরব যেগুলি পূর্বে একটি নামে পরিচিত ছিল কিন্তু বর্তমানে আর একটি নামে আমাদের কাছে পরিচয় বহন করছে। চলুন দেখে নেওয়া যাক নিচের তালিকা থেকে-


আরও পড়ো-


আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখান থেকে।

পূর্ব নামবর্তমান নামরাজ্যের নামপরিবর্তনের সাল
১। জুব্বুলপুরজব্বলপুর মধ্যপ্রদেশ ১৯৪৭
২। কনপুর কানপুর উত্তরপ্রদেশ১৯৪৮
৩। সিমলা শিমলা হিমাচলপ্রদেশ ১৯৪৮
৪। তাঞ্জোর তাঞ্জাভুর তামিলনাডু ১৯৪৮
৫। কালিকট কোঝিকোড় কেরল ১৯৪৯
৬। বেনারস বারানসী উত্তরপ্রদেশ ১৯৫৬
৭। আল্লেপে আলাপুঝা কেরল ১৯৫৭
৮। পাঞ্জিম পানাজি গোয়া ১৯৬১
৯। ত্রিচিনাপোলি তিরুচিরাপল্লি তামিলনাডু ১৯৭১
১০। বরোদা ভাদোদরা গুজরাট ১৯৭৪
১১। পুণা পুনে মহারাষ্ট্র ১৯৭৮
১২। গৌহাটি গুয়াহাটি আসাম ১৯৮৩
১৩। ওয়ালটেয়র বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ ১৯৮৭
১৪। ত্রিবান্দ্রাম তিরুভানন্তপুরম কেরল ১৯৯১
১৫। বোম্বে মুম্বাই মহারাষ্ট্র ১৯৯৬
১৬। মাদ্রাজ চেন্নাই তামিলনাডু ১৯৯৬
১৭। কোচিন কোচি কেরল ১৯৯৬
১৮। ক্যালকাটা কলকাতা পশ্চিমবঙ্গ ২০০১
১৯। পন্ডিচেরি পুদুচেরি অ্যাডমিনিস্ট্রিটিভ ডিভিসিওন ২০০৬
২০। ব্যাঙ্গালোর বেঙ্গালুরু কর্ণাটক ২০০৬
২১। বেলগাউম বেলাগাভি কর্ণাটক ২০১৪
২২। মাইশোর মাইশুরু কর্ণাটক ২০১৪
২৩। ম্যাঙ্গালোর ম্যাঙ্গালুরু কর্ণাটক ২০১৪
২৪। ত্রিচুর ত্রিশুর কেরল ২০১৪
২৫। তুমকুর তুমাকারু কর্ণাটক ২০১৪
২৬। হুবালি হুব্বালি কর্ণাটক ২০১৪
২৭। বেল্লারি বল্লারি কর্ণাটক ২০১৪
২৮। গুলবরগা কালাবুরাগি কর্ণাটক ২০১৪
২৯। বিজাপুর ভিজাপুর কর্ণাটক ২০১৪
৩০। গুরগাঁও গুরুগ্রাম হরিয়ানা ২০১৬
৩১। মেওয়াট নূহ হরিয়ানা ২০১৬

আরও পড়ো-

Join us on Telegram


ভারতের বিভিন্ন রাজ্যের পরিবর্তীত নাম PDF, ভারতের বিভিন্ন রাজ্যের পরিবর্তি নাম PDF, ভারতের বিভিন্ন শহরের পরিবর্তীত নাম, ভারতের বিভিন্ন শহরের  পরিবর্তি নাম, ভারতের বিভিন্ন শহরের পূর্ব নাম ও তাদের বর্তমান নাম PDF, ভারতের বিভিন্ন রাজ্যের পূর্ব নাম ও তাদের বর্তমান নাম PDF

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

15 thoughts on “ভারতের বিভিন্ন শহরের পূর্ব নাম এবং তাদের বর্তমান নাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!