২৫০+ এক কথায় প্রকাশ || বাংলা || প্রাথমিক টেট || প্রথম পর্ব

পোস্টটি শেয়ার করুন
1.5/5 - (2 votes)

এক কথায় প্রকাশ | বাক্য সংক্ষেপণ | বাক্য সংকোচন

বিভিন্ন চাকরীর পরীক্ষা সহ, বিদ্যালয়, মহাবিদ্যালয়ের বাংলা ব্যকরণের একটি অংশ ‘ এক কথায় প্রকাশ ‘ একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অর্জন করে রয়েছে। ছাত্র-ছাত্রীদের প্রস্তুতির জন্য আজ আমরা প্রায় ২০০টির বেশি বাংলা এক কথায় প্রকাশ পোস্ট করলাম দুটি পর্বে। প্রথম পর্বে প্রায় ১৩০টির বেশি এক কথায় প্রকাশ দেওয়া হল। এর পরবর্তী পর্বে বাকিগুলি দেওয়া হয়েছে। তাই ২০০+ বাংলা এক কথায় প্রকাশ পড়ার জন্য আমাদের সাইটে নজর রাখুন। দেখে নেওয়া যাক প্রথম পর্বের অংশটুকু-

[২৫০+ এক কথায় প্রকাশ দ্বিতীয় পর্ব]


বাংলা ব্যাকরণের আরও কিছু পোস্ট-


১.অকালে পক্ব হয়েছে যা—অকালপক্ব।

Join us on Telegram

২. অক্ষির অগোচরে—পরোক্ষ।

৩. অক্ষির সম্মুখে—প্রত্যক্ষ।

৪. অগ্রে গমন করে যে—অগ্রগামী।

৫. অতি দীর্ঘ নয়—নাতিদীর্ঘ।

৬. অতি শীতলও নয় অতি উষ্ণও নয়—নাতিশীতোষ্ণ।

৭. অগ্রে জন্মগ্রহণ করেছে যে—অগ্রজ।

৮. অনেক কষ্টে ভিক্ষা পাওয়া যায় যখন—দুর্ভিক্ষ।

৯. অনেকের মধ্যে একজন—অন্যতম।

১০. অনুসন্ধান করার ইচ্ছা— অনুসন্ধিৎসা।

১১. পশ্চাতে গমন করে যে—অনুগামী।

১২. অবশ্যই যা ঘটবে—অবশ্যম্ভাবী।

১৩. অভিজ্ঞতার অভাব যার— অনভিজ্ঞ।

১৪. অহংকার করে যে—অহংকারী।

১৫. অহংকার নেই এমন—নিরহংকার।

১৬. অল্প ব্যয় করে যে—মিতব্যয়ী।

১৭. আকাশ পথে যে যান ব্যবহার করা যায়—নভোযান।

১৮. আচারে নিষ্ঠা আছে যার— আচারনিষ্ঠ।

১৯. আদি থেকে অন্ত পর্যন্ত—আদ্যন্ত।

২০. আপনার বর্ণ লুকায় যে— বর্ণচোরা।

২১. আমিষের অভাব—নিরামিষ।

২২. ভগবানের অস্তিত্বে বিশ্বাস আছে যার— আস্তিক।

২৩. ভগবানের অস্তিত্বে বিশ্বাস নেই যার— নাস্তিক।

২৪. আকাশে ওড়ে যে—খেচর।

২৫. ইতিহাস জানেন যিনি— ইতিহাসবেত্তা।

২৬. ইন্দ্রিয়কে জয় করেছে যে—জিতেন্দ্রিয়।

২৭. ক্ষণকালের জন্য স্থায়ী—ক্ষণস্থায়ী।

প্রতিটি পোস্টের আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে নজর রাখুন-ক্লিক করুন

২৮. উপায় নেই যার—নিরুপায়।

২৯. উপকার করেন যিনি—উপকারক।

৩০. উপকারীর উপকার স্বীকার করা— কৃতজ্ঞতা

৩১. কল্পনা করা যায় না এমন— অকল্পনীয়।

৩২. খাওয়ার ইচ্ছা—ক্ষুধা।

৩৩. গরুর ডাক—হাম্বা।

৩৪. চোখে যার লজ্জা নেই— চশমখোর।

৩৫. জন্ম থেকে আরম্ভ করে—আজন্ম।

৩৬. জানা আছে যা—জ্ঞাত।

৩৭. জানা নেই যা—অজ্ঞাত।

৩৮. জলে ও স্থলে চরে যে—উভচর।

৩৯. জায়া ও পতি—দম্পতি।

৪০. জীবন পর্যন্ত—আজীবন।

৪১. একই গুরুর শিষ্য—সতীর্থ।

৪২. একই বিষয়ে যার চিত্ত নিবিষ্ট— একাগ্রচিত্ত।

৪৩. একই সময়ে—যুগপৎ।

৪৪. একই সময়ে বর্তমান— সমসাময়িক।

৪৫. একই মাতার উদরে জন্ম যাদের— সহোদর।

৪৫. কোনো ভাবেই যা নিবারণ করা যায় না—অনিবার্য।

৪৬. কণ্ঠ পর্যন্ত—আকণ্ঠ।

৪৭. কম কথা বলে যে—মিতভাষী।

৪৮. যার কোনো কিছুতে ভয় নেই—অকুতোভয়।

৪৯. যার অন্য উপায় নেই—অনন্যোপায়।

৫০. যার কাজ করার শক্তি আছে—সক্ষম।

WBCS প্রস্তুতি নিন বাড়িতে বসে

৫১. যার আকার নেই—নিরাকার।

৫২. যার পীড়া হয়েছে—পীড়িত।

৫৩. যার উপস্থিত বুদ্ধি আছে—প্রত্যুৎপন্নমতি।

৫৪. যিনি অধিক ব্যয় করেন না—মিতব্যয়ী।

৫৫. যিনি শিক্ষা দান করেন—শিক্ষক।

৫৬. যিনি বিশেষ জ্ঞান রাখেন—বিশেষজ্ঞ।

৫৭. শুভক্ষণে জন্ম যার—ক্ষণজন্মা।

৫৮. শত্রুকে দমন করে যে—অরিন্দম।

৫৯. শৈশবকাল অবধি—আশৈশব।

৬০. শুকনো পাতার শব্দ—মর্মর।

৬১. সকলের জন্য প্রযোজ্য—সর্বজনীন।

৬২. সমুদ্র পর্যন্ত—আসমুদ্র।

৬৩. সমস্ত পৃথিবীর লোকের বন্দনাযোগ্য —বিশ্ববন্দিত, বিশ্ববন্দ্য।

৬৪. সারা দুনিয়ায় খ্যাত—জগদ্বিখ্যাত।

৬৫. সাধনা করেন যিনি—সাধক।

৬৬. সিংহের ডাক—হুংকার।

৬৭. সোনার মতো দেখতে—সোনালি।

৬৮. হনন করার ইচ্ছা—জিঘাংসা।

৬৯. হরিণের চামড়া—অজিন।

৭০. হিত কামনা করে যে—হিতৈষী।

আরও পড়ুন- শিশু শিক্ষা সম্পর্কিত বিভিন্ন উক্তি

৭১. হঠাৎ রাগ করে যে—রগচটা।

৭২. হাতির ডাক—বৃংহণ/বৃংহিত।

৭৩. কষ্টে গমন করা যায় যেখানে—দুর্গম।

৭৪. কোথাও উঁচু কোথাও নিচু—বন্ধুর।

৭৫. কী করতে হবে তা বুঝতে না পারা—কিংকর্তব্যবিমূঢ়

৭৬. কূলের সমীপে—উপকূল।

৭৭. কর্ম সম্পাদনে পরিশ্রমী—কর্মঠ।

৭৮. কল্পনা করা যায় না এমন—অকল্পনীয়।

৭৯. কোকিলের স্বর—কুহু।

৮০. খাবার যোগ্য—খাদ্য।

৮১. খ্যাতি আছে যার—খ্যাতিমান।

৮২. ঘোড়ার ডাক—হ্রেষা।

৮৩. চিরদিন মনে রাখার যোগ্য—চিরস্মরণীয়।

৮৪. জানার ইচ্ছা—জিজ্ঞাসা।

৮৫. জয়ের জন্য যে উৎসব—জয়োৎসব।

৮৬. ডালের আগা—মগডাল।

৮৭. তুলনা হয় না এমন—অতুলনীয়।

৮৮. তিন রাস্তার মোড়—তেমাথা।

আরও পড়ুন- প্রাথমিক টেট পরিবেশ বিদ্যা

৮৯. তাল ঠিক নেই যার—বেতাল।

৯০. ত্রি (তিন) ফলের সমাহার—ত্রিফলা।

৯১. দমন করা যায় না এমন—অদম্য।

৯২. দিনের মধ্যভাগ—মধ্যাহ্ন।

৯৩. দিনে যে একবার আহার করে—একাহারী।

৯৪. দিবসের প্রথম ভাগ—পূর্বাহ্ন।

৯৫. দিবসের শেষ ভাগ—অপরাহ্ন।

৯৬. দূরে দেখে না যে—অদূরদর্শী।

৯৭. নষ্ট হয় যা—নশ্বর।

৯৮. নিশাকালে চরে বেড়ায় যে—নিশাচর।

৯৯. নদীমাতা যার—নদীমাতৃক।

১০০. নূপুরের শব্দ—নিক্বণ।

১০১. নতুন কিছু তৈরি করা—উদ্ভাবন।

১০২. নিজের অধিকার—স্বাধিকার।

১০৩. নষ্ট হয়ে যাওয়া জিনিসের গাদা—আবর্জনা।

১০৪. নিজের ইচ্ছায়—স্বেচ্ছায়।

১০৫. পরের অধীন—পরাধীন।

১০৬. পা থেকে মাথা পর্যন্ত—আপাদমস্তক।

১০৭. পান করার ইচ্ছা—পিপাসা।

১০৮. প্রতিভা আছে যার—প্রতিভাবান।

১০৯. পরিহার করা যায় না এমন—অপরিহার্য।

১১০. পান করার যোগ্য—পেয়।

১১১. প্রহরা দেয় যে—প্রহরী।

১১২. পাখির কলরব—কূজন।

১১৩. পান করার ইচ্ছা—পিপাসা।

১১৪. পা হতে মাথা পর্যন্ত—আপাদমস্তক।

১১৫. পেছনে সরে যাওয়া—পশ্চাদপসরণ।

১১৬. প্রাণ আছে যার—প্রাণী।

১১৭. ফল পাকলে যে গাছ মরে যায়—ওষধি। ১১৮. বাঘের ডাক—গর্জন।

১১৯. বয়সে সবচেয়ে ছোট—কনিষ্ঠ।

১২০. বয়সে সবচেয়ে বড়—জ্যেষ্ঠ।

১২১. বেশি কথা বলে যে—বাচাল।

১২২. বরণ করার যোগ্য—বরণীয়।

১২৩. বিচার নেই এমন—অবিচার্য।

১২৪. ব্যাকরণ জানেন যিনি—বৈয়াকরণ।

১২৫. বীরদের মধ্যে শ্রেষ্ঠ—বীরশ্রেষ্ঠ।

১২৬. বেঁচে আছে এমন—জীবিত।

১২৭. বিনা পয়সায়—মুফত/মাগনা।

১২৮. বিভিন্ন জাতি সম্পর্কীয়—বহুজাতিক।

১২৯. বড় গ্রহকে ঘিরে যে ছোট গ্রহ ঘোরে—উপগ্রহ।

১৩০. ভয় নেই যার—নির্ভীক।


[২৫০+ এক কথায় প্রকাশ দ্বিতীয় পর্ব]


বাংলা ব্যাকরণের আরও কিছু পোস্ট-

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!