১৯৫০ সালের পর গঠিত ভারতের অঙ্গরাজ্য ,রাজধানী, এবং পুনর্গঠন আইন

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

১৯৫০ সালের পর গঠিত ভারতের অঙ্গরাজ্য

রাজ্য পুনর্গঠন আইন : রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশগুলিকে কিছু পরিমার্জনা করে ১৯৫৬ খ্রিস্টাব্দে ‘রাজ্য পুনর্গঠন আইন'(States Reorganisation Act) পাস হয়। ১৯৫০ সালের পর গঠিত ভারতের অঙ্গরাজ্য গুলি কি কি সেগুলি জেনে রাখা প্রয়োজন।

এই আইনে ভারতকে ১৪টি রাজ্য ও ৬টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়

এই আইনে —-

১)বিহারের পুরুলিয়াকে পশ্চিমবঙ্গের সঙ্গে, হায়দরাবাদ রাজ্যের তেলেঙ্গানা অঞ্চলকে অন্ধ্রপ্রদেশের সঙ্গে যুক্ত করা হয়।

Join us on Telegram

২)মালাবার জেলাকে ত্রিবাঙ্কুর ও কোচিনের সঙ্গে যুক্ত করে কেরালা রাজ্য গঠন করা হয়।

৩)মধ্যপ্রদেশ নামে একটি নতুন রাজ্য গঠন করা হয় ইত্যাদি।

এখন দেখে নেবো ১৯৫০ সালের পর গঠিত ভারতের অঙ্গরাজ্য , তাদের রাজধানী, সাল, ও কোন্‌ আইনে গঠিত হয়েছে তার একটা তালিকা।

রাজ্যের নাম রাজ্যের রাজধানী সাল কোন্‌ আইনে গঠিত আগে যে রাজ্যের অধীনে ছিল
অন্ধ্রপ্রদেশ অমরাবতী (পরিকল্পিত) বর্তমানে হায়দ্রাবাদ রয়েছে ১৯৫৩ State of Andhrapradesh Act 1953মাদ্রাজ
কর্ণাটকা বেঙ্গালুরু ১৯৫৬ State Reorganisation Act 1956১৯৫৩ সালে মহীশুর গঠিত হয় এবং পরে ১৯৭৩ সালে এর নাম রাখা হয় কর্ণাটক
কেরল তিরুবনন্তপুরম ১৯৫৬State Reorganisation Act 1956ত্রিবাঙ্কুর ও কোচিন
গুজরাট গান্ধীনগর ১৯৬০Mumbai (Reorganisation) Act 1960বৃহত্তর বোম্বাই
মহারাষ্ট্র মুম্বাই ১৯৬০ Mumbai (Reorganisation) Act 1960বৃহত্তর বোম্বাই
নাগাল্যান্ড কোহিমা ১৯৬৩ State of Nagaland Act 1952কেন্দ্রশাসিত অঞ্চল ছিল
হরিয়ানা চন্ডিগর ১৯৬৬ Punjab (Reorganization) Act 1966পাঞ্জাব
হিমাচল প্রদেশ সিমলা ১৯৭১ State of Himachal Pradesh Act 1970কেন্দ্রশাসিত অঞ্চল ছিল
মেঘালয় শিলং ১৯৭২ North Eastern Areas (Reorganization) Act 1971 ১৯৬৯ সালে ২৩তম সংবিধান সংশোধন অনুসারে অসমের মধ্যস্থিত স্বশাসিত রাজ্য উপরাজ্যের মর্যাদা দেওয়া হলেও পরে ১৯৭১ সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়।
মণিপুর ইম্ফল ১৯৭২ North Eastern Areas (Reorganization) Act 1971 কেন্দ্রশাসিত অঞ্চল ছিল
ত্রিপুরা আগরতলা ১৯৭২ North Eastern Areas (Reorganization) Act 1971 কেন্দ্রশাসিত অঞ্চল ছিল
সিকিম গ্যাংটক ১৯৭৫ 36th Constitutional Amendment Act 1975১৯৭৪ সালে ৩৫তম সংবিধান সংশোধনে সরকারী রাজ্য থেকে ১৯৭৫ সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়।
মিজোরাম আইজল ১৯৮৭ State of Mizoram Act 1986১৯৭২ পর্যন্ত অসমের অধীনে এবং ১৯৭২-১৯৮৭ পর্যন্ত কেন্দ্রশাসিত অঞ্চল ছিল
অরুনাচল প্রদেশ ইয়ানগর ১৯৮৭ State of Arunachal Pradesh Act 1986কেন্দ্রশাসিত অঞ্চল ছিল
গোয়া পানাজি ১৯৮৭ State of Goa, Daman & Diu Reorganization Act 1987গোয়া, দমন, দিউ কেন্দ্রশাসিত অঞ্চল ছিল থেকে গোয়াকে আলাদা রাজ্যের মর্যাদা দেওয়া হয়
ছত্তিশগড় রায়পুর ২০০০ Constitutional Amendment Act 2000মধ্যপ্রদেশ
উত্তরাখন্ড দেরাদুন ২০০০ Constitutional Amendment Act 2000উত্তরপ্রদেশ
ঝাড়খন্ড রাঁচি ২০০০ Constitutional Amendment Act 2000বিহার
তেলেঙ্গানা হায়দ্রাবাদ ২০১৪ Andhra Pradesh Reorganization Act 2014অন্ধ্রপ্রদেশ

স্টুডেন্টস কেয়ার (www.studentscaring.com) আপনাদের যে সকল পরিষেবা প্রদান করে থাকে সেগুলি এক নজরে-

১. রেলের ১৫টির অধিক MCQ প্রশ্ন উত্তরের সেট

২. প্রাথমিক টেটের মক টেস্ট সহ প্রচুর তথ্য

৩. বিগত ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্স

৪. সাধারণ জ্ঞানের ভান্ডার

৫. WBCS পরীক্ষা প্রস্তুতি

৬. অনলাইন রেল গ্রুপ ডি মক টেস্ট

৭. অনলাইন প্রাথমিক টেট মক টেস্ট

৮. অনলাইন UGC NET মক টেস্ট

৯. অনলাইন WBCS মক টেস্ট

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!