স্মরণে ২০১৭ || ২০১৭ সালের উল্লেখযোগ্য ঘটনাবলী || দ্বিতীয় পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

…..প্রথম পর্বের পর থেকে

দিন আসে, দিন যায়, তার ফাঁকেই ইতিহাসে ঢুকে পড়ে তার চলাচলের খবর। বছরভর হাজারও ঘটনা৷ নতুন সম্ভাবনা নিয়ে দরজায় কড়া নাড়ছে ২০১৮ সাল। বিদায় নিল ২০১৭। বছরজুড়েই শিরোনাম হয়েছে নানা ঘটনা। তারই মধ্যে কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আমাদের এই বিশেষ পর্ব || স্মরণে ২০১৭ সালের উল্লেখযোগ্য ঘটনাবলী দ্বিতীয় পর্ব । আমাদের ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন।  

»প্রথম পর্ব পড়ার জন্য এখানে ক্লিক করুন।

»শেষ পর্ব পড়ার জন্য এখানে ক্লিক করুন।

Join us on Telegram

স্মরণে ২০১৭ || ২০১৭ সালের উল্লেখযোগ্য ঘটনাবলী || দ্বিতীয় পর্ব

২৮. রাজ্যের ২৩ তম জেলা হল পশ্চিম বর্ধমান

২৩ তম জেলা হল পশ্চিম বর্ধমান
২৩ তম জেলা হল পশ্চিম বর্ধমান (সূত্র)

৭ই এপ্রিল রাজ্যের ২৩ তম জেলা হিসাবে স্থান পেল পশ্চিম বর্ধমান। এর আগে কালিংপঙ, ঝারগ্রাম, এবছর নতুন জেলা হিসাবে স্থান পেয়েছিল।

২৯. ৩ই এপ্রিল প্রকাশিত National Institution Ranking Framework 2017 এর দেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসাবে বিবেচিত হয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স।

৩০. ২৯ শে মার্য প্রকাশিত হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী শীর্ষ স্থানে রয়েছে নরওয়ে, এর পর রয়েছে অস্ট্রেলিয়া ও সুইৎজারল্যান্ড। ভারতের স্থান ১৩১ তম।

৩১. ৩০ শে মার্চ লোকসভায় পাশ হল GST(Goods and Services Tax)।

৩২. ৩২ শে মার্চ উত্তরাখন্ডের নৈনিতালের দেবস্থলে এশিয়ার বৃহত্তম টেলিস্কোপ বসানো হল।

৩৩. জ্যোতির্বিজ্ঞানীরা কেপলার ১৬৪৯ গ্রহের আবিষ্কার করলেন।

৩৪. নাসা শনির উপগ্রহে প্রানের অস্তিত্বের সন্ধান দিল।

৩৫. জার্মান অ্যারোস্পেস সেন্টারে বিজ্ঞানীরা দূষণমূক্ত হাইড্রোজেন জ্বালানি তৈরি করতে বিশ্বের বৃহত্তম কৃত্রিম সূর্য তৈরি করল। এর নাম ‘সিনলাইট’।

৩৬. ভারতের প্রথম ভার্টিকাল গার্ডেন তৈরি হল বেঙ্গালুরুতে।

ভার্টিকাল গার্ডেন তৈরি হল বেঙ্গালুরুতে।
ভার্টিকাল গার্ডেন তৈরি হল বেঙ্গালুরুতে।

৩৭. UNESCO ভারতের ৫টি শহরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভূক্ত করল। এই শহরগুলি হল- ১) ঐতিহাসিক শহর আহমেদাবাদ ২) দিল্লি-একটি ঐতিহাসিক শহর ৩) রাজস্থানের জয়পুর ৪) একামরা ক্ষেত্রে-মন্দির শহর, ভুবনেশ্বর এবং ৫) মুম্বাইয়ের দি ভিক্টোরিয়া অ্যান্ড আর্ট ডিকো এন্সেমবল।

৩৮. ২০১৭ সালের মার্চ মাসে এই প্রথম হরিয়ানা লিঙ্গানুপাত ৯৫০ স্পর্শ করল।

আরও পড়ুন- মাংস খেকো গাছ || মাংসাশী উদ্ভিদ || এরা মাংস খেয়েই বেঁচে থাকে !

৩৯. বঙ্গোপসাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ‘মারুথা’ আছড়ে পরল মায়ানমার উপকূলে।২০১৭ সালে উত্তর গোলার্ধের ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের মধ্যে মারুথা হল প্রথম।

৪০. ভারতের প্রথম বেসরকারী রেল স্টেশন হল ভূপালের হাবিবগঞ্জ রেল স্টেশন।

৪১. ২০১৭ সালের ফেডারেশন কাপ জিতল বেঙ্গালুরু এফসি। মোহনবাগানকে ২-০ গোলে হারাল।

৪২. এশিয়ার দীর্ঘতম সেতু উদ্বোধন

এশিয়ার দীর্ঘতম সেতু
এশিয়ার দীর্ঘতম সেতু

৯.১৫ কিমি দৈর্ঘের এশিয়ার দীর্ঘতম সেতু তৈরি হল অসমে। যার নাম দেওয়া হয়েছে ভূপেন হাজারিকা সেতু। এই সেতুর ওপর দিয়ে ৬০ টনের যুদ্ধ ট্যাঙ্ক যাতায়াত করতে পারে।

৪৩. LPG আমদানিতে ভারত দ্বিতীয় স্থান অধিকার করল। প্রথম স্থানে রয়েছে চীন।

৪৪. ১৭ ই মে তে প্রকাশ পেল পরিচ্ছন্নতার নিরিখে ভারতীয় রেল স্টেশনগুলির তালিকা। এই তালিকা অনুসারে বিশাখাপত্তনম রেল স্টেশন সবচেয়ে পরিচ্ছন্ন এবং ব্যস্ততম।

বিশাখাপত্তনম রেল স্টেশন সবচেয়ে পরিচ্ছন্ন এবং ব্যস্ততম
বিশাখাপত্তনম রেল স্টেশন সবচেয়ে পরিচ্ছন্ন এবং ব্যস্ততম

এরপর রয়েছে সেকেন্দ্রাবাদ এবং জম্মু রেল স্টেশন। বিহারের দ্বারভাঙা রেল স্টেশন সব থেকে অপরিচ্ছন্ন। পশ্চিমবঙ্গের মধ্যে নিউ জলপাইগুলি ৩৫তম, খড়গপুর ৫১তম, হাওড়া ৫৬ তম, শিয়ালদা রয়েছে ৬৭ তম। এগুলি সবি A1 তালিকাচুক্ত।

৪৫. জি এস এল ভি মার্ক থ্রি সফলভাবে পাড়ি দিল মহাকাশে। এর মাধ্যমে কক্ষপথে পৌঁছাল ভারতের টেলিযোগাযোগের নতুন উপগ্রহ ‘জিস্যাট-১৯’।

৪৬. ২৩ শে জুন সীমান্তে নজর রাখার উপগ্রহ কার্টোস্যাট-২ এর সফল উৎক্ষেপন করল ইসরো।

৪৭. কালো জাম থেকে সোলার সেল বানালো ভারতের বিজ্ঞানীরা। ডাই সেনসিটাইজড সোলার সেলে সূর্যলোককে শুষে নেওয়াত জন্য যে ফোটোসিন্থেসাইজারের প্রয়োজন হয়, কালো জামের মধ্যে থাকা এক ধরণের পিগমেন্ট দিয়ে তা খুব সস্তায় বানিয়ে ফেলেছে রুরকির ইন্ডিয়ান ইন্সটিটিউট অদ টেকনোলজির গবেষক অধ্যাপক সৌমিত্র শতপথির নেতৃতে গবেষক দল।

৪৮. ভারতের প্রথম ‘ভিলেজ অফ বুক্স’ খোলা হল মহারাষ্ট্রে।

আরও পড়ুন- সরকারি চাকরী পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর || দ্বিতীয় পর্ব || ৫০ টি প্রশ্ন

৪৯. ভারতের নাগাল্যান্ডে এশিয়ার বৃহত্তম চার্চ ‘দি সুমি ব্যাপটিস্ট চার্চ জুনহেবোটা’-র উদ্বোধন হল।

এশিয়ার বৃহত্তম চার্চ ‘দি সুমি ব্যাপটিস্ট চার্চ জুনহেবোটা’
এশিয়ার বৃহত্তম চার্চ ‘দি সুমি ব্যাপটিস্ট চার্চ জুনহেবোটা’

সমুদ্র সমতল থেকে চার্চটি ১,৮৬৪.৯ মিটার উচ্চতায় অবস্থিত। এর আয়তন প্রায় ২৩,৭৩,৪৭৬ বর্গফুট। তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৩৬ কোটি টাকা। এখানে ৮৫,০০০ জন বসে প্রার্থনা করতে পারবে।

৫০. ২৪ এপ্রিল মুম্বাই পোর্ট ট্রাস্ট ঘোষোনা করল যে ভারতের প্রথম সাগরের উপর দিয়ে রোপওয়ে চালু করার উদ্যাগ নেওয়া হয়েছে। এটি লম্বায় প্রায় ৮ কিমি। এটি ভারতের প্রথম এবং দীর্ঘতম সামুদ্রিক রোপওয়ে।

৫১. ভারতের মধ্যে প্রথম মহারাষ্ট্রে স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন বসানো হল।

৫২. ১ মে মহারাষ্ট্রের কোলাপুরে ভারতের দ্বিতীয় উচ্চতম পতাকা উত্তোলিত হল। পতাকাটি লম্বায় ৯০ ফুট, চওড়ায় ৬০ ফুট এবং ওজন ২৪ টন।

৫৩. ফেসবুক সরকারিভাবে ভারতে ‘এক্সপ্রেস ওয়াই ফাই’ ইন্টারনেট পরিষেবা চালি করল। উত্তরাখন্ড, গুজরাট, রাজস্থান, মেঘালয় এই চারটি রাজ্যে ৬৭ হটস্পটে এই সুবিধা পাওয়া যাবে।

৫৪. বিজয়ওডা বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরের তকমা পেল।

৫৫. মহারাষ্ট্রের পুনে জেলার রাহুতে ভারতের প্রথম বায়ো রিফাইনারি প্ল্যান্ট চালু হল।

৫৬. ভারতের নাগপুরে প্রথম বৈদ্যুতিক রেডিও ট্যাক্সি চালু হল।

আরও পড়ুন-অবাক দেশ জাপানের ৩৪টি মজার তথ্য 

৫৭. ২০১৭ সালের IPL ট্রফি জিতল মুম্বাই ইন্ডিয়ান্স। এই নিয়ে তিনবার।

৫৮. ছাত্র ছাত্রীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কেন্দ্রীয় সরকার অনলাইন ভেরিফিকেশন পোর্টাল ‘e-Sanad’ চালু করল।

৫৯. ২০১৭ সালের মে মাসে ইন্টারন্যাশনাল স্টেইনলেস স্টিল ফোরাম অনুযায়ী ভারত স্টিল উৎপাদনে জাপানকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এলো। প্রথম স্থানে রয়েছে চীন।

৬০. নাসার বিজ্ঞানীরা চাঁদের দক্ষিন মেরুতে বরফ খুঁজে পেলো।

৬১. নাসা আব্দুল কালামের নামে নতুন প্রজাতির নাম রেখল। কিছুদিন আগে নাসা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে একটি ব্যকটেরিয়া আবিষ্কার করে, যার নাম রাখা হয়েছে ‘সলিব্যাসিলাস কালামি’।

৬২. KELT-9b নামক বিশ্ব ব্রম্ভ্রান্ডের উষ্ণতম গ্রহের আবিষ্কার করলেন।

৬৩. আফগানিস্তানে বিশ্বের প্রথম মহিলা দূরদর্শন চ্যানেল ‘Zan TV’ চালু হল।

৬৪. JSPL (Jindal Steel & Power Limited) ওড়িশার আঙ্গুলে বৃহত্তম স্টিল প্ল্যান্ট চালু করল। এটি বর্তমানে দেশের বৃহত্তম ব্লাস্ট ফার্নেস। এর বার্ষিক উৎপাদন ২ মিলিয়ন টন থেকে বেড়ে ৬ মিলিয়ন টন করা হয়।

৬৫. বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার ফার্ম চালু হল চীনে। এখানে প্রায় ১,৬০,০০০ সোলার প্লেট বা কক্ষ রয়েছে।

৬৬. বিশ্বের বৃহত্তম শোধনাগার ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স মহারাষ্ট্রের রত্নগিরি জেলায় স্থাপিত হতে চলেছে। IOC,ভাতর পেট্রোলিয়াম কর্পরেশন এবং HPCL এই শোধনাগার নির্মানের জন্য চুক্তি সাক্ষর করেছে। ২০২২ সালের মধ্যে এটি নির্মান করার সময়সীমা ধার্য করা হয়েছে।

৬৭. নাসার রিপোর্ট অনুসারে ১৩৭ বছরে ২০১৭ সালের মে দ্বিতীয় উষ্ণতম মাস।

৬৮. ফিফা অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ ২০১৭ চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

৬৯. আই সি সি চ্যাম্পিয়ন ট্রফি ২০১৭ তে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হল পাকিস্তান।

৭০. ২৫ জুলাই ২০১৭ থেকে ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন রামনাথ কোবিন্দ।

রামনাথ কোবিন্দ
এক চিত্রে অতীতের রাষ্ট্রপতি এবং বর্তমান রাষ্ট্রপতি কে দেখছেন

PDF-নেওয়ার জন্য এখানে ক্লিক করুন

ধন্যবাদ জানিয়ে এখানেই সমাপ্ত করলাম আমাদের দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্ব পড়ার জন্য এখানে ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!