ভারতের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক নৃত্য, লোকনৃত্য, আদিবাসী নৃত্য তালিকা

পোস্টটি শেয়ার করুন
Rate this post

ভারতের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক নৃত্য

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগত. সকলেই ভালো আছেন নিশ্চই. আজ আমরা আরও একটি নতুন টপিক নিয়ে ফিরে এলাম. আমাদের প্রতিটি টপিকের মত এই টপিক টাও প্রতিটি সরকারি চাকরীর পরীক্ষাতে গুরুত্বপূর্ণ. আজকে আমরা ভারতের রাজ্যভিত্তিক লোকনৃত্য, আদিবাসী নৃত্য এবং আঞ্চলিক নৃত্যের একটি তালিকা আপনাদের সামনে তুলে ধরলাম, যেখান থেকে আপনারা খুব সহজেই প্রতিটি রাজ্যের স্থানীয় নৃত্যের সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন. ভারতের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক নৃত্য

নিচে টেবিলের আকারে ভারতের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক নৃত্য গুলি তুলেধরা হল

রাজ্যবিভিন্ন ধরনের নৃত্য
উত্তরাখন্ডজাগড়, ঝুমাইলা, যােধা, চাউফুল্লা-
নাগাল্যান্ড বাম্বু, কাবুই
উড়িষ্যা ডালখাই, ডান্ডানাট্য, ঘুমার, চৈত্রঘোড়া, ছৌনাচ, যাদুর, ভারতলীলা
পশ্চিমবঙ্গ বাউল নৃত্য, ছৌনৃত্য, যাত্রা, কীর্তন, কাঠিনৃত্য, বৃতা
ছত্তিশগড় পান্থি, ডান্ডা, কর্মা, সারহুল, সুয়া
লাক্ষাদ্বীপ লাভা, বাভাডা
মহারাষ্ট্র তামাশা, মৌন, দহিকলা, কারকু, লিজ্জম, কথা
গুজরাট ভাবী, গর্বা, রাস, ডান্ডিয়া, ত্রিপানি, ঘেনাইয়া, গেরিয়া রাস প্রভৃতি
মধ্যপ্রদেশ ঘেরা, ডাগলা
উত্তরপ্রদেশ রাসলীলা, চাপ্পাল, ঝোরা, কুমায়ন, কজরি, নৌটঙ্কি
পন্ডিচেরি পুরাক্কালি, কোলকালিম, মাসকারাডা
কেরল কলিয়াট্টম, ওট্টামটুলাল, কৃষ্ণাট্টম, কুডিয়াট্টম, টাপ্পাটিক্কালি, সারি
হরিয়ানা ধামাল, ফাগ, লুর, কোরিয়া, গুপ্পা, ঝুমর, ধাফ
বিহার কর্মা, ছৌনাচ, কাঠপুতলি, নাটোয়া, গদুর, ঝঝিয়া
ত্রিপুরা হাজোগিরি
রাজস্থান সুশীনি, খেয়াল, গোপীকালীলা, গাংগোর, ঝুলন, টেরাহাট্টাল
অসম বিহু, খেলা, গোপালা, রাখাললীয়া, কানই নৃত্য
ঝাড়খন্ড ঝুমরি, কর্মা, যোগিদা, পানওয়ারিয়া
কর্নাটক যক্ষগান, ধৌলুকুনিয়া, কোলা, সুজ্ঞী, হুট্টারী
তামিলনাডু কারাগাম, কুম্মী, পিন্নাল, কোলাট্টাম, কাভেরিঅট্টম
পাঞ্জাব ভাঙরা, সমি, গদ্ধা, ঝুমুর
হিমাচল প্রদেশ ভাবী, ডাঙ্গি, জাড্ডা, কিন্নর, থালি, নটি, ছাবড়া, থোডা
মণিপুর পং, রাসনৃত্য, চোলম, খাম্বাথৈবি, বসন্তরস
জম্মু ও কাশ্মীর ডান্ডি, রাও, হিকৎ, ধুমাই, দামালি
অন্ধ্রপ্রদেশ বনজারা, বিধিনাটকম, বোম্মালতা, ঘন্টামারডালা

পোস্টটি ভালো লাগলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন. ধন্যবাদ পরবর্তী পোস্ট পড়ার আগাম আমন্ত্রন রইল.

Join us on Telegram

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!