ভারতের উল্লেখযোগ্য উপজাতিসমূহ || ভারতের রাজ্যভিত্তিক উপজাতির তালিকা

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

ভারতের উল্লেখযোগ্য উপজাতিসমূহ

নমস্কার পাঠকরা। আপনারা সকলে ভালো আছেন নিশ্চই। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ পোস্ট আপনাদের জন্য উপহার দেবো। আজ আমরা জেনে নেবো সুবৃহৎ ভারতবর্ষের বিভিন্ন অংশে বসবাসকারী উপজাতিদের সম্পর্কে। আমরা আজ ভারতের উল্লেখযোগ্য উপজাতিসমূহ দের নাম ও অবস্থান গুলি জেনে নেবো। এই উপজাতিদের নাম ও অবস্থান প্রায় প্রতিটি চাকরির পরীক্ষাতে এসেই থাকে। তাই জেনে রাখুন সকল তথ্যগুলি। ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে দেবেন পোস্টটি।

উপজাতি এমন জনগোষ্ঠীগুলোকে বুঝায় যারা আলাদা রাষ্ট্র গঠন করতে পারেনি কিন্তু নিজস্ব একটি আলাদা সংস্কৃতি গড়ে তুলেতে সমর্থ হয়েছে। মূলত‍ঃ রাষ্ট্রের সাথে সম্পর্কের ভিত্তিতে জাতি বা উপজাতি নির্দিষ্টকরণ হয়ে থাকে।

আদিবাসী কোন এলাকার সবচেয়ে প্রাচীন জনবসতি ও তাদের সংস্কৃতিকে বোঝাতে আদিবাসী পদটি ব্যবহৃত হয়। আধুনিক জনগোষ্ঠীর জৈব ও সামাজিক প্রভাবজাত নয় এমন জনগোষ্ঠীকে আদিবাসী বলা হয়।

এই ধরণের তথ্য ও আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটি লাইক করে রাখুন

Join us on Telegram

[আরও পড়ুন- বিনামূল্যে PDF নোটশ ডাউনলোড করুণ এখান থেকে]

উপজাতির নামঅবস্থান
খোন্ড ওড়িশা, মধ্যপ্রদেশ
গুজ্জর জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ
ভিল মধ্য ভারত, রাজস্থান
বাকারওয়ালস জম্মু ও কাশ্মীর
গোন্ড মধ্যপ্রদেশ ও বিহার
খাসি মেঘালয় ও অসম
বৈগা মধ্যপ্রদেশ
গারো অসম, মেঘালয়
খাস উত্তরপ্রদেশ
নিকোবরি ও শোম্পেন নিকোবর
গাদ্দি হিমাচল প্রদেশ
বাদাগাস তামিলনাডুর নিলগিরি অঞ্চলে
আপাটামি অরুনাচল প্রদেশ
চেনচু অন্দ্র প্রদেশ, ওড়িশা
জারোয়া, সেন্টিনেলিস, ওঙ্গিগ্রেট আন্দামান
জয়ন্তিয়া মেঘালয়
ভুটিয়া উত্তরাখন্ডের গাড়ওয়াল অঞ্চল, কুমায়ুন অঞ্চল
অঙ্গামি মণিপুর
আদিবাসী পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়
বীরহোর মধ্যপ্রদেশ
আবোর উত্তর-পূর্ব ভারত
মম্‌পা উত্তর-পূর্ব ভারত
কোল মধ্যপ্রদেশ
কোটা তামিলনাডু নীলগিরি অঞ্চল
থারু উত্তরাখন্ড
মুরিয়া ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ
কুকি মণিপুর
লেপচা সিকিম
আও নাগাল্যান্ড
ওংগা আন্দামান ও নিকোবর
চুটিয়া অসম
লুসাই ত্রিপুরা
মিকির অসম
চ্যাং উত্তর-পূর্ব
সবরা মধ্যপ্রদেশ
মোপলা কেরল
ইরুলা তামিলনাডু
সেন্টিনেল আন্দামান ও নিকোবর
কানিকর তামিলনাডু
যুর্বা তামিলনাডু
টোডা নীলগিরি পর্বত
সাঁওতাল পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড
কাটকরি মধ্যপ্রদেশ
উড়ালিস কেরল
কোলাম অন্ধ্রপ্রদেশ
মিনা রাজস্থান
ওয়ানচো উত্তর-পূর্ব ভারত
ভুইয়া মধ্যপ্রদেশ
আও নাগাল্যান্ড
গ্যালোং উত্তর-পূর্ব ভারত

[আরও পড়ুন- সাধারণ জ্ঞানের ভান্ডার পড়ুন]

© কপি রাইট স্টুডেন্টস কেয়ার দ্বারা সংরক্ষিত। অনুমতি ব্যাতীত ফেসবুক, হোয়াটস অ্যাপ, বা কোনো ওয়েবসাইটে প্রকাশ করা আইনত অপরাধ

Tag- ভারতের উপজাতি, প্রাচীন ভারতের উপজাতি, ভারতের আদিম মানুষ, ভারতের প্রাচীন জনজাতি, ভারতের পূর্বপুরুষ, ভারতের আদিমনিবাসী, ভারতের আদিমজাতি, ভারতের উল্লেখযোগ্য উপজাতিসমূহ

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!