ভারতের ইতিহাস || Indian History || পরীক্ষা প্রস্তুতি দ্বিতীয় পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

নমস্কার সকলকে! আশাকরছি সকল পরীক্ষার্থীরা ভালো আছেন। আমরা আপনাদের কিছু মূল্যবান প্রশ্ন ও উত্তর দিয়ে আগত সরকারির পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা সাহায্য করছি। আজকে আমাদের আলচ্য বিষয় ভারতের ইতিহাস দ্বিতীয় পর্ব। আমাদের ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন

ভারতের ইতিহাস || Indian History || পরীক্ষা প্রস্তুতি দ্বিতীয় পর্ব

২১. ভার্সাইয়ের সন্ধি কাদের মধ্যে হয়েছিল?

উঃ ফ্রান্স ও ইংল্যান্ড।

২২. কোন মধ্যযুগীয় শাসক প্রথম কৃষিমন্ত্রক গঠন করেছিলেন?

Join us on Telegram

উঃ মহম্মদ বিন তুঘলক।

২৩. পুরন্দরের সন্ধি কত সালে হয়েছিল?

উঃ ১৬৬৫।

২৪. রাজা কৃষ্ণদেব রায়ের রাজ্যসভায় ‘অষ্টদিগগজ’ কে ছিলেন?

উঃ আটজন বিশিষ্ট কবি।

Top-10 :: সর্বাধিক নোবেল জয়ী পৃথিবীর মধ্যে প্রথম দশটি দেশ

২৫. আহম্মদ শাহ্‌ আব্দালি মোট কতবার ভারত আক্রমন করেছিলেন?

উঃ ৯ বার।

২৬. হুমায়ুন কোহিনুর হীরকখন্ড কার কাছ থেকে পান?

উঃ গোয়ালিয়রের রাজা।

২৭. পলাশির যুদ্ধে ইংরেজপক্ষের সেনাপতি কে ছিলেন?

উঃ রবার্ট ক্লাইভ।

২৮. কোন মুঘল সম্রাট তাঁর রাজ দরবারে রাজপুতদের উচ্চপদে আসীন করেন?

উঃ আকবর।

ভারতের প্রথম উচ্চ গতি সম্পন্ন ট্রেন : বুলেট ট্রেন (Bullet Train)

২৯. ‘বিক্রমাঙ্কদেবচরিত’ গ্রন্থটি কে রচনা করেন?

উঃ বিহ্লন।

৩০. ‘কোন মানুষেরই ধর্ম ও জাত জানতে চেওনা’- উক্তিটি কার?

উঃ রামানন্দ।

৩১. কোন মুঘল সম্রাটের সময়ে তুলসীদাস ‘রামচরিতমানস’ কাব্যগ্রন্থ রচনা করেন?

উঃ আকবর।

৩২. খানুয়ার প্রান্তরে ১০ ঘন্টার যুদ্ধে (১৬২৭) বাবর কাকে পরাজিত করেন?

উঃ সংগ্রাম সিংহ।

৩৩. আয়ুর্বেদের জনক হলেন কে?

উঃ চরক।

৩৪. দিল্লির কোন সুলতান লরাই করতে করতে প্রান হারিয়েছিলেন?

উ; ইব্রাহিম লোদি।

৩৫. মোতি মসজিদ তৈরি করেন কে?

উঃ শাহজাহান।

৩৬. কার সময়কালে পুরানো কেল্লা নির্মিত হয়?

উঃ শেরশাহ।

৩৭. বিহারে মহাবোধি মন্দির প্রথম প্রতিষ্ঠা করেন কে?

উঃ অশোক।

৩৮. বিখ্যাত ‘বেদভাষ্য “যুদ্ধের উৎপত্তি মানব মনের মধ্যে থেকেই পাওয়া যায়”- কোন বেদে পাওয়া যায়?

উঃ অথর্ববেদে।

৩৯. ‘প্রজ্ঞাপারমিতাশাস্ত্র’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ নাগার্জুন।

৪০. মুঘল আমলে কোন্‌ বৈদেশিক ব্যবসায়ীকরা প্রথম ভারতে বাণিজ্য করতে আসেন?

উঃ পর্তুজিগ।

ফিচার ইমেজ সূত্র indiafacts.org

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!