বিজ্ঞানের ২০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর || সকল পরীক্ষা প্রস্তুতি || পঞ্চম পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

আমরা সাধারণ জ্ঞান (General Knowledge ) বিভাগের বিভিন্ন টপিক নিয়ে এই বিভাগে আলচনা করছি। ধারাবাহিক ভাবে বিভিন্ন টপিক গুলি চর্চা করে চলেছি। অতএব, General Knowledge in Bengali বিভাগের মধ্যে থেকে বিজ্ঞানের ২০টি প্রশ্ন ও উত্তর সহযোগে আজকের পঞ্চম পর্বটি সাজানো হয়েছে। আগের পর্বগুলি পড়ার জন্য এখানে ক্লিক করুন।

১. তিন ভরসংখ্যাবিশিষ্ট হাইড্রোজেনকে কি বলে?
উ: ট্রাইটিয়াম

২. কোন শ্রেনির উদ্ভিদে ‘ভেলামেন’ দেখা যায়?
উ: এপিফাইট

৩. ফিউজ তার কোন ধাতু সংকর দিয়ে তৈরি?
উ: টিন ও সীসা

Join us on Telegram

৪. ডিমে কোন ভিটামিন থাকে না?
উ: ভিটামিন সি থাকেনা

আরও পড়ুন- বিজ্ঞানের ১০০টি প্রশ্ন ও উত্তর

৫. অক্সিজেনের কটি আইসোটোপ পাওয়া যায়?
উ: ৩টি

৬. কোথা থেকে রক্ত উৎপন্ন হয়?
উ: ভ্রুণজ মেসোফার্ম থেকে।

৭. মূত্রে জলের পরিমান কোন হরমোন নিয়ন্ত্রণ করে?
উ: এডিএইচ

৮. মানুষের করোটির অস্থি সংখ্যা কত?
উ: ২২টি

৯. উদ্ভিদের জল সংবহন কার্য সাধিত হয় কিসের মাধ্যমে?
উ: জাইলেম কণার মাধ্যমে।

পড়ুন মার্চ মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স 

১০. সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি?
উ: প্লীহা

১১. ব্যাকটেরিয়ার কোন অঙ্গানু শ্বসনে অংশগ্রহণ করে?
উ: মেসোজোম।

১২. ছত্রাক আক্রমণ কারী ভাইরাসকে কি বলা হয়?
উ: মাইকোফাজ

১৩. পতঙ্গের খোলোস মোচনে কোন হরমোন সাহায্য করে?
উ: থাইরক্সিন

১৪. থাইরক্সিনের অভাবে কোন রোগ হয়?
উ: ক্রেটিনিজম

১৫. সবচেয়ে দীর্ঘ করোটীয় স্নায়ু কোনটি?
উ: ভেগাস

১৬. লজ্জাবতীর পাতার চলন কি প্রকার চলন?
উ: সিসমোন্যাস্টি।

১৭. বাদুরের ডানাকে কি বলা হয়?
উ: প্যাটাজিয়াম

১৮. পেশির ক্লান্তির জন্য দায়ী পদার্থটির নাম কী?
উ: ল্যাকটিক অ্যাসিড

১৯. কোন প্রানী অতিবেগুনি রশ্মি দেখতে পায়?
উ: মৌমাছি

২০. রক্ততঞ্চন রোধক পদার্থটির নাম কি?
উ: হেপারিন

আরও পড়তে পারেন-

 

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!