পশ্চিমবঙ্গের ভূগোল || West Bengal Geography PDF || Set-1

পোস্টটি শেয়ার করুন
Rate this post

পশ্চিমবঙ্গের ভূগোল

পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে পশ্চিমবঙ্গের ভূগোল একটি গুরুত্বপূর্ণ বিভাগ। এই বিভাগ থেকে অনেক গুলি প্রশ্ন এসে থাকে। তাই আমাদের বাংলার ভৌগোলিক তথ্যগুলি জেনে রাখা খুবই প্রয়োজন। তাই স্টুডেন্টস কেয়ারের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের জন্য কয়েকটি প্রশ্ন উত্তর প্রকাশ করা হল। আজ পশ্চিমবঙ্গের ভূগোল প্রথম পর্বটি প্রকাশিত হল ২৫ টি প্রশ্ন উত্তর সহকারে। দ্বিতীয় পর্ব পড়ুন

পশ্চিমবঙ্গের ভূগোলের সকল তথ্য গুলি আপনি জানতে চাইলে বাংলা ভাষায় একমাত্র ই-বুক West Bengal Geography e-Book টি আপনি সংগ্রহ করে রাখতে পারেন। বইটি সংগ্রহ করার জন্য এখানে ক্লিক করুণ।

1. গঙ্গা নদীর সক্রিয় ব-দ্বীপ ভারতের কোন স্থানে রয়েছে?
উ)উত্তর ও দক্ষিণ 24পরগণা।
2. ভারতের 2য় জনবহুল জেলার নাম কী?
উ: উত্তর 24পরগনা ।
3. কোন মন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশনে নাম পরিবর্তনের প্রস্তাব পেশ করেন?
উঃ) শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
4. .জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান কি?
উঃ) ভারতের চতুর্থ সর্বাধিক
5. রাজ্যের ‘পশ্চিমবঙ্গ’ নামটি পরিবর্তন করে কোন নাম প্রক্রিয়াধীন রয়েছে?
উঃ) ‘বাংলা’।
6. ভারতের সপ্তম বৃহত্তম মহানগরীর নাম কি?
উঃ) কলকাতা।
7. পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহরের নাম কি?
উঃ) বর্ধমান।

8. .পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উঃপ্রফুল্ল ঘোষ
9. পশ্চিমবঙ্গের দ্বিতীয় রাজ্যপাল(১৯৪৮সাল)কে ছিলেন?
উঃকৈলাশনাথ কাটজু
10. কবে কোচবিহার পশ্চিমবঙ্গের অংশ হয়?
উঃ১৯৪৯সালের ১২ই সেপ্টেম্বর
11. দেশভাগের কাহিনী সংক্রান্ত আত্মকথা ও স্মৃতিকথা মূলক গ্রন্থ
উঃ গ্রন্থ লেখকলিখিকা
“স্বরলিপি” – সাবিত্রী রায়
“এপার গঙ্গা ওপার গঙ্গা” – জ্যোতির্ময় দেবী
” The Marginal Men”(বাংলা অনুবাদ
প্রান্তিক মানব) প্রফুল্ল চক্রবর্তী
“পিতামহী” শান্তাসেন
“ছেড়ে আসা গ্রাম” দক্ষিনারঞ্জন বসু
12. বিধানচন্দ্র রায়ের প্রতিষ্ঠিত ৫টি নতুন শহর কি কি?
উঃদুর্গাপুর,বিধাননগর,কল্যাণী,অশোকনগর,কল্যাণগড় ও হাবরা ।
13. পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়?
উঃ ডাঃ বিধানচন্দ্র রায়কে
14. পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উঃপ্রফুল্লচন্দ্র সেন।
15. আরামবাগের গান্ধী বলে পশ্চিমবঙ্গের কোন মুখ্যমন্ত্রী পরিচিত?
উঃপ্রফুল্ল সেন
16. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে
উঃ পদ্মজা নাইডু(১৯৫৬সাল)
17. পশ্চিমবঙ্গের বিধান পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ সুনীতি কুমার চ্যাটাজী(১৯৫২-৬৫সাল)
18. পশ্চিমবঙ্গে ‘অপারেশন বর্গা’অভিযান শুরু হয় কবে?
উঃ১৯৭৮সালে,১আগস্ট
19. .জ্যোতিবসুর আসল নাম কি?
উঃ জ্যোতিরিন্দ্র বসু
20. .পশ্চিম বঙ্গের ৭ম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উঃ বুদ্ধদেব ভট্টাচার্য
21. পশ্চিমবঙ্গে কবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠিত হয়?
উঃ)1998 সালের 1 জানুয়ারি।
22. কত সালে ইউপিএ থেকে বেরিয়ে আসে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস?
উঃ) 2012 সালে।

Join us on Telegram

23. পশ্চিমবঙ্গ শাখার একটি বাংলা মুখপত্রের নাম কি?
উঃ) ‘জাগো বাংলা’।

24. পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান মুখ্য সচিবের নাম কি?
উঃ) শ্রী মলয় কুমার দে (আই.এ.এস)।

.25. ‘স্কাইওয়াক’ বা ‘আকাশপথ’-এর উদ্বোধন কত সালে কে করেন?
উঃ) 2018 সালের 5 নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের ভূগোল প্রথম পর্বের PDF টি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুণ।

স্টুডেন্টস কেয়ার (www.studentscaring.com) আপনাদের যে সকল পরিষেবা প্রদান করে থাকে সেগুলি এক নজরে-

১. রেলের ১৫টির অধিক MCQ প্রশ্ন উত্তরের সেট

২. প্রাথমিক টেটের মক টেস্ট সহ প্রচুর তথ্য

৩. বিগত ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্স

৪. সাধারণ জ্ঞানের ভান্ডার

৫. WBCS পরীক্ষা প্রস্তুতি

৬. অনলাইন রেল গ্রুপ ডি মক টেস্ট

৭. অনলাইন প্রাথমিক টেট মক টেস্ট

৮. অনলাইন UGC NET মক টেস্ট

৯. অনলাইন WBCS মক টেস্ট

১০. জানা অজানা তথ্য জানার জন্য আমাদের প্রকাশিত প্রবন্ধ পড়ুন

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!